নড়াইল অফিস :
নড়াইলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ও মুজিববর্ষ উদযাপন বিষয়ে অবহিত করণ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার (১৮মার্চ) বিকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ১০ দিন ব্যাপী (১৭মার্চ হতে ২৬মার্চ) মুজিববর্ষ পালন কর্মসূচী নিয়ে প্রেস ব্রিফিং করা হয়।
জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডাঃ নাছিমা আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইয়ারুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার রিয়াজুল ইসলাম, নড়াইল জেলা প্রেসক্লাবের সভাপতি খায়রুল আরেফিন রানা,নড়াইল জেলা রিপোর্টার্স ইউনিটি’র সভাপতি হুমায়ুন কবীর রিন্টু সহ নড়াইল জেলায় কর্মরত বিভিন্ন ইলেক্ট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
s