হোম অন্যান্যসারাদেশ নড়াইলে মাদক মামলায় দুই মাদক কারবারীকে যাবজ্জীবন কারাদন্ডাদেশ

নড়াইল অফিস :

নড়াইলে মাদক মামলায় শেখ মোঃ রফিকুল ইসলাম ও মোঃ আবু সাঈদ সরদার নমের যাবজ্জীবন কারাদন্ডাদেশ দেয়া হয়েছে। এই দুই মাদক কারবারীকে এক লক্ষ টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছরের আদেশ দিয়েছেন আদালত। বুধবার (১০ ফ্রেরুয়ারী) সকালে জেলা ও দায়রা জজ মুন্সী মোঃ মশিয়ার রহমান এ আদেশ দেন।

সাজাপ্রাপ্ত আসামী মোঃ রফিকুল ইসলাম যশোর জেলার বাঘারপাড়া থানার নিত্যনন্দনপুর গ্রামের শের আলী মোল্যা ও আবু সাঈদ সরদার একই জেলা থানার বাবরা গ্রামের কিসমত সরদারের ছেলে। মামলার বিবরণে জানা যায়, ২০১৩ সালের ফ্রেরুয়ারী মাসের ২০ তারিখে ১শ বোতল ভারতের আমদানী নিষিদ্ধ ফেন্সিডিল সহ আসামীদের গ্রেপ্তার করে পুলিশ।

এ ঘটনায় নড়াইল থানায় মামলা একটি মাদক মামলা হয়। মামলার দীর্ঘ বিচারিক প্রক্রিয়া চলাকালিন মোট ৯জন সাক্ষীর স্বাক্ষ্য গ্রহন শেষে অভিযোগ সন্দেহাতিতভাবে প্রমানিত হওয়ায় আদালত দন্ড দেন। সাজা প্রাপ্ত আসামী শেখ মোঃ রফিকুল ইসলাম ও মোঃ আবু সাঈদ সরদার রায়ের সময় আদালতে হাজির ছিল।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন