নড়াইল অফিস :
নড়াইলে মিঠু ওরফে মিন্টু নামে মাদক কারবারীকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড দিয়েছেন আদালত। রবিবার (০৩ অক্টোবর) দুপুরে নড়াইলের জেলা ও দায়রা জজ মুন্সি মোহাম্মদ মশিয়ার রহমান এ দন্ডাদেশ দেন। যাবজ্জীবন ছাড়াও আসামীকে দশ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছরের কারাদন্ড দেয়া হয়।
মামলার বিবরণে জানা গেছে, গত ২০১২ সালের ৩০ নভেম্বর নিয়ম মাফিক পরিচালিত তল্লাশির সময় ডিবি পুলিশ নড়াইল-যশোর সড়কে সদর উপজেলার চাচড়া প্রাথমিক বিদ্যালয় এলাকায় একটি বাস থেকে ৪৯ বোতল ভারতীয় নিসিদ্ধ ফেন্সিডিলসহ মিঠুকে আটক করে।
এ ঘটনায় জেলা গোয়েন্দা বিভাগের এস আই ওয়ালিউল ইসলাম বাদি হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে সদর থানায় মামলা দয়ের করেন। মামলায় মোট ৬ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহন শেষে আসামীর বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতিত ভাবে প্রমানিত হওযায় আদালত এ দন্ডাদেশ দেন। মিঠু যশোর জেলার কোতয়ালী থানার আড়পাড়া গ্রামের আব্দুর সামাদ বিশ্বাসের ছেলে।
