হোম অন্যান্যসারাদেশ নড়াইলে বিশ্ব এন্টিবায়োটিক সচেতনা সপ্তাহ পালিত

নড়াইল অফিস :

“এন্টিবায়োটিক ব্যবহারে সচেতন হই সকলে মিলে এন্টিমাইক্রোবিয়াল রেজিষ্ট্যান্স প্রতিরোধ করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলে বিশ্ব এন্টিবায়োটিক সচেতনা সপ্তাহ(১৮-২৪) পালিত হয়েছে। মঙ্গলবার সকালে এ উপলক্ষে র‌্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।

এন্টিমাইক্রোবিয়াল রেজিষ্ট্যান্স এন্টেইনমেন্ট, ভাইরাল হেপাটাইটিস ও ডায়রিয়া নিয়ন্ত্রন কর্মসূচী রোগ নিয়ন্ত্রন বিভাগ, সিডিসি, স্বাস্থ্য অধিদপ্তর, মহাখালী, ঢাকার আয়োজনে সিভিল সার্জনের অফিস চত্বর থেকে এ উপলক্ষে একটি র‌্যালি রেব হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে একইস্থানে এসে শেষ হয়।

পরে সিভিল সার্জনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ প্রেমানন্দ মন্ডল। এসময় বক্তব্য রাখেন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুব্রত কুমার, সিভিল সার্জন অফিসের ডাঃ শুভাশিষ বিশ্বাস, পুলিশ সুপারের কার্যালয়ের পুলিশ পরিদর্শক নাজমুল হুদা প্রমূখ। এসময় সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন