হোম খুলনানড়াইল নড়াইলে প্রতিবেশিকে হত্যার দায়ে এক নারীসহ তিন জনের যাবজ্জীবন কারাদন্ড

নড়াইলে প্রতিবেশিকে হত্যার দায়ে এক নারীসহ তিন জনের যাবজ্জীবন কারাদন্ড

কর্তৃক Editor
০ মন্তব্য 77 ভিউজ

নড়াইল প্রতিনিধি:

নড়াইলে জমি নিয়ে বিরোধে প্রতিবেশিকে হত্যার দায়ে এক নারীসহ ৩জনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত । অতিরিক্তি জেলা দায়রা জজ এলিনা আক্তার বুধবার(১৪মে) দুপুরে দন্ডাদেশ দেন। যাবজ্জীবন ছাড়াও প্রত্যেককে ২০হাজার টাকা জরিমান আনাদায়ে ৩মাস কারাদন্ড দেয়া হয়েছে।

মামলার বিবরনে জানাগছে, দন্ডপ্রাপ্তরা হলেন নড়াইলের লোহাগড়া উপজেলার চরদিঘলিয়া গ্রামের সাম খন্দকারের ছেলে জাফর খন্দকার, আলেক মোল্যার ছেলে আকরাম মোল্যা বাহারউদ্দীনের স্ত্রী লাইচ বেগম ওরফে লাইছন। জমি সক্রান্ত বিরোধেরে জেরে আসামীরা গত ২০১১সালের ২৪এপ্রিল তাদের প্রতিবেশি মুসা খন্দকারকে কুপিয়ে হত্যা কারে। ঘটনায় উল্লিখিত ৩আসামীর বিরুদ্ধে নিহতের বড় ভাই মোঃ বিল্লাল খন্দকার বাদি হয়ে লোহাগড়া থানায় মামলা দায়ের করেন। মামলার দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় আসামীদের  বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতিত ভাবে প্রমান হওয়ায় প্রত্যেক আসামীকে আদালত যাবজ্জীবন কারাদন্ড ২০ হাজার টাকা জরিমান আনাদায়ে ৩মাসের কারদন্ডাদেশ প্রদান করেন

সম্পর্কিত পোস্ট

মতামত দিন