নড়াইল অফিস :
নড়াইলে পূর্ব বিরোধের জের ধরে এক আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে গুরুত্বর যখম করেছে প্রতিপক্ষরা। শনিবার বেলা দুপুরে লোহাগড়া উপজেলার ব্রাহ্মমডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। হামলার শিকার ঐ আওয়ামী লীগ নেতার নাম মোঃ তাইজুল ইসলাম। তিনি নোয়াগ্রাম ইউনিয়নের ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। উচ্চতর চিকিৎসার জন্য তাইজুলকে খুলনা মেডিকেল কলেজে নেয়া হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে ব্রাহ্মণডাঙ্গা গ্রামের নুরুন্নবী মোল্যা ও তাইজুল ইসলাম পক্ষের মধ্যে বিরোধ দীর্ঘ দিনের। চলমান এই বিরোধের জেরে তাইজুল পরিকল্পিত হামলার শিকার হলেন। ঘটনার সময় তিনি ব্রাহ্মমডাঙ্গা খালের উত্তরপ্রান্তে বিলে অবস্থিত নিজের মাছের ঘেরে কাজ করছিলেন।
সেখানে প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে তার উপর চড়াও হয়ে তাকে শরীরের বিভিন্নস্থানে কুপিয়ে ফেলে রেখে যায়। তাইজুলের আর্তচিৎকারে পরে স্থানীয়রা গিয়ে তাকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে অবস্থা গুরুত্বর হওয়ায় চিকিৎসক তাকে উচ্চতর চিকিৎসর জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করেন। সদর থানার ওসি শওকত কবির জানান,এ ঘটনায় জড়িতদের ধরতে চেষ্টা চলছে।
