হোম খুলনানড়াইল নড়াইলে পুকুরের পানিতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু

নড়াইলে পুকুরের পানিতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু

কর্তৃক Editor
০ মন্তব্য 115 ভিউজ

নড়াইল অফিস:

নড়াইলের লোহাগড়া পৌরসভায় পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে মিনহাজ মোল্যা (১২) নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২ এপ্রিল) লোহাগড়া পৌরসভার মশাঘুনি গ্রামে দুর্ঘটনা ঘটে। মিনহাজ মোল্যা ওই গ্রামের জিয়া মোল্যার ছেলে এবং লক্ষ্মীপাশা আদর্শ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র।

নিহতের স্বজন ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুর দেড়টার দিকে মিনহাজ ও তার মামাতো ভাই আলামিন বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে যায়। গোসল করার এক পর্যায়ে মিনহাজ পুকুরের পানিতে ডুবে যায়। পরে আলামিনের ডাক চিৎকারে আশেপাশের লোকজন এসে মিনহাজকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে লোহাগড়া থানা পুলিশের পৌরসভা বিট অফিসার উপ-পরিদর্শক (এসআই) তৌফিক হাসানের সাথে মুঠোফোনে কথা হলে তিনি বলেন, বিষয়টি আমার জানা ছিলো না আপনার মাধ্যমে জানতে পারলাম। এ ব্যাপারে আমি খোঁজ খবর নিচ্ছি।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন