নড়াইল অফিস :
নড়াইলে নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। নড়াইল কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের আয়োজনে ৩০ নভেম্বর দুপুরে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র হল রুমে এ সেমিনারের অনুষ্ঠিত হয়।
কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ প্রকৌশলী মোহাম্মদ শামীম হোসেনের সভাপতিত্বে সেমিনারে বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মাদ হাবিবুর রহমান, উপজেলা চেয়ারম্যান নিজাম উদ্দিন খান নিলু,নড়াইল জেলা প্রেসক্লাবের সভাপতি খায়রুল আরেফিন রানা, চেম্বার অব কমার্সসের সভাপতি হাসানুজ্জামান হাসান.সদর উপজেলার আউড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শিকদার মোহাম্মাদ পলাশ প্রমুখ।
সেমিনারে বক্তরা বলেন, সাধারণ শিক্ষায় উচ্চ শিক্ষিত হয়ে অনেকে বেকার ও দুঃসহ জীবনযাপন করছেন। এই পরিস্থিতি থেকে মুক্তি পেতে হলে কারিগারি শিক্ষায় নিজেকে দক্ষ হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মাদ হাবিবুর রহমান বলেন, পারিবারিক, সামাজিক ও দেশের উন্নয়নে দক্ষ জন শক্তির বিকল্প নেই। বর্তমান সরকার জনসংখ্যাকে দক্ষ জনশক্তিতে পরিনত করতে নানামুখী উদ্যোগ নিয়েছে। প্রশিক্ষন নিয়ে দক্ষ হয়ে বিদেশ যেতে বিদেশগামীদের প্রতি আহ্বান জানান । এছাড়া ভিসা ভালোভাবে যাচাই বাছাই করে বিদেশ যাওযার পরামর্শ দেন।
