নড়াইল প্রতিনিধি:
নড়াইলে বর্ষবরন১৪৩২ উপলক্ষে বর্ষবরন ও কৃষক সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। আজ বেলা ১১ টায় নড়াইল পৌরসভার ধোপাখোলা এলাকায় ”নন্দন কানন” নামক একটি সংগঠনের আয়োজনে এই উৎসব অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলনের মধ্যদিয়ে নবান্ন উৎসবকে বরণ করে নেন সংগঠনের শিল্পীরা। এসময় ৬ জন কৃষককে সংবর্ধনা দেওয়া হয়। প্রতিজন কৃষককে একটি নতুন গামছা, একটি কাচি ও ফুলের শুভেচ্ছা জানানো হয়ূ। এই উপলক্ষে সংগঠন চত্ত¡রে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে নড়াইল প্রেসক্লাবের সাবেক সভাপতি আলমগীর সিদ্দিকী, নন্দন কানন শিশু কিশোর বিকাশ ও সাংস্কৃতিক চর্চা কেন্দ্রের সভাপতি সুভাষ বিশ্বাস, নন্দন কানন শিশু কিশোর বিকাশ ও সাংস্কৃতিক চর্চা কেন্দ্রের সাধারন সম্পাদক ডাঃ মায়া রানি বিশ্বাস, সাংস্কৃতিক ব্যাক্তিত্ব শামীমুল ইসলাম টুলুসহ সাংস্কৃতিক প্রেমীরা উপস্থিত ছিলেন।
আয়োজন সর্ম্পকে বলেন, বাঙালী জাতি বীরের জাতি, আমরা কৃষকদের সন্মান দেওয়ার চেষ্টা করেছি। আমরা যে কাজটি করছি এটি বাঙালি সংস্কৃতির একটি অংশ মাত্র। আমরা গ্রামের সকলে মিলে এই সংস্কৃতিটা টিকিয়ে রাখতে পারি সেই চেষ্টা করছি। ।