হোম অন্যান্যসারাদেশ নড়াইলে দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতারণ

নড়াইল অফিস :

নড়াইলে দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতারণ করা হয়েছে। ৮ জুলাই শুক্রবার দুপুরে কালাচাঁদপুর ফ্রেন্ডস ক্লাবের আয়োজনে কালাচাঁদপুর গ্রামের ২৫ টি অস্বচ্ছল পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। সামগ্রীর মধ্যে ছিল সেমাই,তৈল,চিনি ও কিসমিস। ঈদ উপহার পেয়ে গ্রামের এই দরিদ্র পরিবার গুলি আনন্দ প্রকাশ করেন। এবং সকল সদস্যকে ধন্যবাদ জানিয়ে দোয়া করেন যাতে প্রতিনিয়ত তাদের এই সামাজিক কর্মকান্ড অব্যাহত থাকে।

উপহার সামগ্রী বিতারণের সময় উপস্থিত ছিলেন কালাচাঁদপুর ফ্রেন্ডস ক্লাবের আহ্বায়ক শাহবাজ সজিব, যুগ্ম আহ্বায়ক আবু সালমান,সিনিয়র সদস্য আলফায়াজ আলিফ,সিনিয়র সদস্য মোঃ সুমন তালুকদার, সিনিয়র সদস্য মাসুদ রানা,সদস্য আশরাফুল মোল্লা, মহব্বত মোল্লা, প্রদিপ সরকারসহ কালাচাঁদপুর ফ্রেন্ডস ক্লাবের অন্যান্য সদস্যরা ও এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।

এসময় কালাচাঁদপুর ফ্রেন্ডস ক্লাবের আহ্বায়ক শাহবাজ উদ্দিন সজীব বলেন, যে সমাজের সবার মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে বিগত দিনের ন্যায় ভবিষ্যতেও চলমান থাকবে।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন