নড়াইল অফিস :
নড়াইলে ট্রাকটর চাপায় এক কিশোর স্কাভেটর চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার বেলা ১২টার দিকে কালিয়া উপজেলার পাটকেলবাড়ি এলাকায় আলিফ শেখ(১৭), নামে দূর্ঘটনায় আহত কিশোরকে উদ্ধার করে, নড়াইল সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষনা করেন।
পুলিশ ও নিহতের স্বজনরা জানায়, নিজেদের স্কাবেটর নিয়ে চালক আলিফ, ববুধবার পাটকেলবাড়ি এলাকায় একটি ইটভাটায় মাটি কাটার কাজে যায়। সেখানে কাজের এক ফাকে আলিফ, তার স্কাবেটর থেকে নেমে কোন কারণে সেটির পিছনে যায়।
এ সময় একইস্থানে মাটি বহনের কাজে নিয়জিত ট্রলি সংযোজিত একটি ট্রাকটর পেছন দিকে যেতে গিয়ে আলিফের, স্কাভেটেরর সঙ্গেই লেগে গিয়ে তাকে পিশে দেয়। এতে সে গুরুত্বর আহত হন। এ অবস্থায় তাকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নেয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। আলিফ নড়াইল শহরতলীর মূলদাঁইড় গ্রামের কালু শেখের ছেলে।
s