হোম ফিচার নড়াইলে জেলা পুলিশ ও পুনাকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্ভাধন

নড়াইল অফিস :

নড়াইলে জেলা পুলিশও পুনাকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্ভাধন করা হয়েছে। মুজিববর্ষ উপলক্ষে দেশব্যাপি পুলিশ ও পুনাকের সামাজিক বনায়ন কর্মর্সূচি সফল করতে এ বৃক্ষরোপনের উদ্যাগ নেয়া হয়েছে।

বেলা সাড়ে ১২টার দিকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশব্যাপি একযোগে আই জি পি ড. বেনজির আহমেদ কতৃক উদ্ভাধনী আয়োজনে যুক্ত হয়ে এ বৃক্ষ রোপন শুরু করা হয়।

নড়াইল পুলিশ লাইন্সে এ অনুষ্ঠানে পুলিশ সুপার প্রবীর কুমার রায়সহ উর্দ্ধতন পুলিশ কর্মকর্তা, পুনাকের জেলা নেতৃবৃন্দ ও পুলিশ সদস্যরা উপন্থিত ছিলেন।
এ দিন পুলিশ লাইন্স জুড়ে নানা প্রজাতীর ফুল, ফলদ, বনজ, ঔষধী, শোভাবর্ধনকারি গাছের ৫শতাধিক চারা রোপন করা হয়। নড়াইলে পুলিশ ও পুনাকের এ কার্যক্রম চলমান থাকবে বলে জানানো হয়।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন