হোম খুলনানড়াইল নড়াইলে এক মাদক ব্যবসাযীর যাবজ্জীবন ও তার সহযোগিকে ৫ বছরের কারাদন্ড দিয়েছেন আদালত

নড়াইল অফিস:

নড়াইলে একটি মাদক মামলায় নাছির উদ্দিন শেখ নামে এক মাদক ব্যবসাযীকে যাবজ্জীবন ও তার সহযোগিকে ৫ বছরের কারাদন্ড দিয়েছেন আদালত। বৃহসপতিবার (৮ ফেব্রুয়ারি) সকালে নড়াইল জেলা অতিরিক্ত দায়রা জজ মুহাম্মাদ আকরাম হোসেন এ দন্ডাদেশ দেন।

নাছির উদ্দিন শেখ নড়াইল সদরের রগুনাথপুর গ্রামের শেখ রোস্তম আলীর ছেলে। এই মামলায় তাকে যাবতজীবন দন্ডাদেশ ছাড়াও ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়েছে। তার সহযোগি দন্ডপ্রাপ্ত অপর আসামী মুহাম্মদ আলম শেখ এই উপজেলার একই ইউনিয়নের নাগসী গ্রামের আব্দুল আজিজ শেখের ছেলে । তাকে পাঁচ বছরের কারাদন্ডের পাশাপাশি দশ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো তিন মাসের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়।

মামলার বিবারণে জানা যায় বিগত ২০১৩ সালের ২২ অক্টোবর নড়াইল শহরতলীর মালিবাগ মোড় থেকে আমাসীদের ৫০ বোতন ভারতীয় পেন্সিডিল সহ ডিবি পুলিশের অভিযানে আটক করা হয়। এ মামলায় আট জন সাক্ষীর সাক্ষ্য প্রমান শেষে আসামীদের বিরুদ্বে অভিযোগ প্রমান হওয়ায় বৃহসপতিবার এ দন্ডাদেশ দেয়া হয়। আদালত রায়ের ধার্য্যদিনে উল্লখিত এই দন্ডদেশ দেয়া হয়েছে। এ সময় আসামীরা আলাদতে উপস্থিত ছিলেন।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন