নড়াইল অফিস :
নড়াইলে একুশে পদক প্রাপ্ত চারণ কবি কবিয়াল বিজয় সরকারের ৩৭ তম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে। রোববার সন্ধ্যায় দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে জেলা প্রশাসন ও চারণ কবি বিজয় সরকার ফাউন্ডেশনের উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমিতে বিকেলে বিভিন্ন অনুষ্ঠান ও মেলার আয়োজন করা হয়।
কর্মসূচির মধ্যে ছিলো স্বরচিত কবিতা পাঠের আসর, বিজয়গীতির আসর, মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন, কবির প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ ও কবির আত্মার শাস্তি কামনায় দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন, সন্ধ্যায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে কবি গানের আসরে কবিগান পরিবেশন করবেন প্রীতিশ সরকার ও শুভ্রজিৎ সরকার।
এসময় জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান, পৌর মেয়র আঞ্জুমান আরা, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ ফকরুল হাসান, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক অ্যাডভোকেট ওমর ফারুক, বীর মুক্তিযোদ্ধা সাইফুর রহমান হিলু,চারণকবি বিজয় সরকার ফাউন্ডেশনের যুগ্ম আহবায়ক আকরাম শাহীদ চুন্নু প্রমূখ।
