মোস্তফা কামাল, নড়াইল :
মসজিদে রোজাদারদের মধ্যে ইফতারি বিতরণ করাকে কেন্দ্র করে হিলন মিনা (৩০) এবং রবিউল ইসলামের(৩২) সঙ্গে কথা কাটাকাটি হয়।
ইফতারি শেষে বাড়ি ফোরার সময় মসজিদের সামনে হিলন মিনাকে একা পেয়ে রবিউল ইসলাম শাবল দিয়ে বেধড়ক পিটিয়ে তার মাথা ফাটিয়ে দিয়েছে। গুরুতর অবস্থায় তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় বিছালী ইউনিয়নের আড়পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ইন্তাজ মোল্লা,শমসের আলীসহ একাধিক রোজাদার জানান,ইফতার দেওয়াকে কেন্দ্র করে মসজিদের ভেতরে দুজনের সঙ্গে কথা কাটাকাটি হয়। রোজাদাররা বিষয়টি মীমাংশা করে দেন। ইফতার শেষে রবিউল ইসলাম এ ঘটনা ঘটাবে তা ভাবতে পারিনি। তারা বলেন,হিলনের মাথা ফেটে গেছে। অঝড়ে রক্ত ঝরছিল।
ইন্তাজ মোল্লা জানান,রবিউল ইসলাম সন্ত্রাসী প্রকৃতির ছেলে। তার বিরুদ্ধে পুলিশ ফাড়িসহ থানায় অনেক অভিযোগ আছে। হাসপাতালে চিকিৎসাধীন হিলন মিনার সঙ্গে কথা বলতে গেলে তিনি ঘুমিয়ে থাকায় কথা বলা সম্ভব হয়নি।