নড়াইল প্রতিনিধিঃ
নড়াইলের সড়কে অপরিনত বয়সের মোটর সাইকেল চালক ধরতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হযেছে। রবিবার (১ ডিসেম্বর) বিকেলে শহরের বিভিন্ন পয়েন্টে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৪ জনকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় অন্যদের সতর্ক করে আদালত।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট সঞ্জয় কুমার ঘোষ জানান,শহরে প্রতিনিয়ত অপরিনত বয়সের মোটর চালকেরা দূর্ঘটনায় পতিত হচ্ছে,একই থাকে নানা এলাকায় ইভটিজিং এর কাজে মোটর সাইকেল ব্যবহার হচ্ছে,তাই এই অভিযান পরিচালিত হচ্ছে।
এসময় সড়ক পরিবহন আইনের আওতায় ৪ জনকে জরিমানা করা হয়্ এবং আরো অন্ততঃ ১০ জনকে সতর্ক করে আদালত। হেলমেট-লুকিংগøাস এবং লাইসেন্স না থাকার অপরাধে এই ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হবে বলে জানানো হয়। এসময় ট্রাফিক পুলিশের সার্জন সহ প্রশাসনের কর্তারা উপস্থিত ছিলেন। নড়াইল চৌরাস্তা,বালিকা বিদ্যালয় সড়ক চালকশূন্য হয়ে পড়ে।