হোম অন্যান্যসারাদেশ নড়াইলে অপকর্মের অভিযোগে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সংবাদ সম্মেলন

নড়াইল অফিস :

নড়াইলের কালিয়া উপজেলার পেড়লী গ্রামের কামরুল শেখ ও নজরুল শেখের বিরুদ্ধে নানা অপকর্মের অভিযোগে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

আজ ২৩ মার্চ দুপুরে পেড়লী ইউনিয়নবাসীর আয়োজনে পেড়লী বাজার এলাকায় এই সকল কর্মসূচী পালিত হয়। এলাকাবাসীর অভিযোগ, কালিয়া উপজেলার পেড়লী গ্রামের কামরুল শেখ ও নজরুল শেখ এলাকায় আধিপত্য বিস্তার করে পেড়লী বাজারে দোকানঘর নির্মাণ, মুক্তিযোদ্ধা তালিকাভূক্তির নামে অর্থ আত্মসাত, পুলিশের বিরুদ্ধে হয়রানিমূলক অভিযোগ এবং এলাকায় দাঙ্গা-হাঙ্গামা সৃষ্টিসহ বিভিন্ন অপকর্ম করেছেন। এসব অপকর্মের বিচার দাবি করেন তারা।

এ সময় বক্তব্য দেন-বীর মুক্তিযোদ্ধা মুন্সী মোস্তফা কামাল, পেড়লী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক আহবায়ক মোল্যা টিপু সুলতান, প্রবীণ আওয়ামী লীগ নেতা আজিজুল হক শেখ, আব্দুল ওহাব শেখ, কালিয়া উপজেলা কৃষকলীগের সহ-সভাপতি জিন্নাহ শেখ, স্থানীয় কৃষকলীগ নেতা মুজিবর রহমান শেখ, আসলাম মোল্যা, মিজানুর রহমান সাগর, শামীম শেখ, সাদ্দাম শেখসহ অনেকে।

এসব অভিযোগের বিষয়ে কামরুল ও নজরুল শেখ বলেন, মান-সম্মান ক্ষুণœ করতে প্রতিপক্ষের লোকজন তাদের বিরুদ্ধে অপপ্রচার করছেন।

s

সম্পর্কিত পোস্ট

মতামত দিন