হোম অন্যান্যসারাদেশ নড়াইলের লোহাগড়ায় দু পক্ষের সংঘর্ষে আহত ৬

নড়াইল প্রতিনিধি :

নড়াইলের লোহাগড়া উপজেলার কোটাকোল ইউনিয়নের তেলকাড়া গ্রামে দু পক্ষের সংঘর্ষ আহত ৬। ২৩ এপ্রিল রবিবার দুপুরে তেলকাড়া গ্রামের দক্ষিণপাড়ায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয় সুত্রে জানাযায় তেলকাড়া গ্রামের ২ যুগ ধরে দুটি পক্ষের দদ্ব বিরাজমান।

হঠাৎ করেই অধিপাত্য বিস্তারকে কেন্দ্র করে কামাল গ্রুপের লোকজন নান্টু সিকদার ( ইউপি সদস্য) গ্রæপের লোকজনের উপর হামলা করে এলোপাতাড়ি ভাবে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে ৬ জনকে মারাত্মক জখম করেছে।

আহত হলেন ওই গ্রামের আকুব্বার সিকদারের ছেলে মোঃ নান্টু সিকদার ( ৪৮) নান্টু সিকদারের ছেলে তাজমুল সিকদার (২৫) তছলু সিকদারের ২ ছেলে নাজিম ও আজিম। নাজিমকে খুলনা পাঠানো হয়েছে।

জরুরি বিভাগের ডাক্তার প্রান্ত সাহা জানায়, আহত ৬ জন লোহাগড়া হাসপাতালে আসে দুপুর পৌনে তিনটার দিকে তাদের চিকিৎসা দিয়ে ৫ জনকে এ হাসপাতালে আরেকজনের অবস্থা খারাপ থাকায় উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেলে প্রেরন করা হয়েছে। আর লোহাগড়া থানার ওসি মোহাম্মাদ নাছির উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে ফোনে জানান, আমি এখন ঘটনাস্থলে অবস্থান করছি। পুলিশ মোতায়েন রয়েছে পরিবেশ এখন স্বাভাবিক আছে।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন