নড়াইল অফিস :
নড়াইল জেলার নড়াগাতি থানার পুটিমারি গ্রাম থেকে বিরল প্রাণী তক্ষকসহ একজনকে আটক করেছে, নড়াগাতি থানা ও নড়াইল জেলা ডিবি পুলিশের একটি টিম।
পুলিশ সূত্রে জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে নড়াইল জেলা ডিবি পুলিশের এএসআই আনিস এবং নড়াগাতি থানার এসআই শফিকুল ইসলামের, নেতৃত্বে নড়াগাতির পুটিমারি গ্রাম থেকে প্রাণীটি উদ্ধার করা হয় । প্রাণী শিকার কারার দায়ে মোস্তফা শেখ নামে একজনকে আটক করা হয়েছে, সে পুটিমারি গ্রামের মোমরেজ শেখের ছেলে
এ ঘটনায় আজ, শুক্রবার নড়াগাতি থানায় ও বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনে একটি মামলা করা হয়েছে এবং দুপুরে তক্ষকসহ উক্ত আসামীকে আদালত পাঠানো হয়েছে।
s