নড়াইল অফিস :
নড়াইলের চিত্রা নদীতে শেখ রাসেল জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ৬ নভেম্বর দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বাংলাদেশ সাঁতার ফেডারেশনের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপত্বি করেন জেলা প্রশাসক মোঃ হাবিবুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন নড়াইল জেলা ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকুসহ জেলা বিভিন্ন পর্য়ায়ের সরকারি বেসরকারী সংস্থার কর্মকর্তা ও নড়াইল জেলার কর্মরত সংবাদিক বৃন্দ।
উলেখ্য গত বছর জাতীয় দূরপাল্লা সাঁতার হয়েছিল গোপালগঞ্জের মধুমতি নদীতে। এবার হবে নড়াইলের চিত্রা নদীতে। বাংলাদেশ সাঁতার ফেডারেশনের আয়োজনে ৭ নভেম্বর রোববার ১৮তম প্রতিযোগিতা হবে শেখ রাসেলের নামে।
চিত্রা নদীর গোবরা মিত্র কলেজ ঘাট হতে সাঁতার শুরু হয়ে শেষ হবে রূপগঞ্জ বাঁধাঘাটে। এই প্রতিযোগিতা উপলক্ষে ২৭ অক্টোবর মিরপুরের সৈয়দ নজরুল ইসলাম জাতীয় সুইমিং কমপ্লেক্সে উন্মুক্ত বাছাইয়ের মাধ্যমে ৬ জন পুরুষ সাঁতারু এবং ৬ জন মহিলা সাঁতারু চূড়ান্তভাবে নির্বাচন করা হয়েছে।
পুরুষ বিভাগের বাংলাদেশ সেনাবাহিনীর ফয়সাল আহমেদ, মো. সাজ্জাদ হোসেন, বাংলাদেশ নৌবাহিনীর পলাশ চৌধুরী, মো. কাজল মিয়া, বাংলাদেশ আনসার এর মো. আশিক শেখ ও কুষ্টিয়া আমলা সুইমিং ক্লাবের আশিকুল ইসলাম এবং মহিলা বিভাগে বাংলাদেশ সেনাবাহিনীর মুক্তি খাতুন, লাবনী আক্তার, বাংলাদেশ নৌবাহিনীর সোনিয়া আক্তার, সুরাইয়া আক্তার, বাংলাদেশ আনসারের মুক্তা খাতুন, আমলা সুইমিং ক্লাবের সুমাইয়া আক্তার অংশ নেবেন।
এছাড়াও স্বাগতিক হিসেবে নড়াইল জেলার পুরুষ বিভাগে মো. রবিউল আউয়াল ও মহিলা বিভাগে সুমি খাতুন অংশগ্রহণ করবেন।
প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠান হবে রূপগঞ্জ বাঁধাঘাটে। বাংলাদেশ সাঁতার ফেডারেশনের সভাপতি ও নৌবাহিনী প্রধান এডমিরাল এম শাহীন ইকবাল পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
