হোম জাতীয় নোয়াখালীতে গৃহবধূকে ধর্ষণ ও ভিডিও ধারণ, যুবক গ্রেফতার

জাতীয় ডেস্ক :

নোয়াখালী সদর উপজেলায় এক গৃহবধূর (২৫) আপত্তিকর ভিডিও ধারণ ও ভয়ভীতি দেখিয়ে একাধিকবার ধর্ষণের অভিযোগে মেহেদী হাসান রাজু (৩৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রোববার (১১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার মাইজদী পৌর পার্কে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে দুটি মোবাইল জব্দ করা হয়। এতে গৃহবধূর আপত্তিকর ছবি ও ভিডিও পাওয়া গেছে।

ভুক্তভোগী জানান, ২০১৯ সালে তাদের বাড়িতে আত্মীয় বেড়াতে আসেন। এ সময় রাতে পরিবারের অন্য সদস্যসহ ওই গৃহবধূকে কোমল পানীয়র সঙ্গে নেশাদ্রব্য খাইয়ে নিজের মোবাইলে তার আপত্তিকর ভিডিও এবং ছবি ধারণ করে রাজু। ২০১৯ সাল থেকে একাধিকবার চৌমুহনীসহ বিভিন্ন আবাসিক হোটেলে নিয়ে ওই গৃহবধূকে ধর্ষণ করে রাজু। সবশেষ চলতি বছরের ২১ জুলাই চৌমুহনীর একটি হোটেলে নিয়ে পুনরায় ওই নারীকে ধর্ষণ করে রাজু।

এ বিষয়ে জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন আহমেদ জানান, ৮ সেপ্টেম্বর গৃহবধূর লিখিত অভিযোগের ভিত্তিতে ভুক্তভোগীর সহায়তায় রোববার (১১ সেপ্টেম্বর) দুপুরে মাইজদী পৌর পার্কে অভিযান চালিয়ে অভিযুক্ত রাজুকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে জব্দ করা ফোনে গৃহবধূর আপত্তিকর ছবি ও ভিডিও ফুটেজ পাওয়ায় প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা মিলেছে।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন