হোম অন্যান্যসারাদেশ নেহালপুরে সাবেক চেয়ারম্যান নজমুস সাদাতের রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল

রিপন হোসেন সাজু, মনিরামপুর (যশোর) :

মনিরামপুরে উপজেলার নেহালপুর ইউনিয়ন বিএনপির নব নির্বাচিত সভাপতি ও সাবেক দুইবারের জনপ্রিয় ইউপি চেয়ারম্যান নজমুস সাদাতের অকাল মৃত্যুতে তার রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। নেহালপুর ইউনিয়ন বিএনপি ও মনিরামপুর থানা বিএনপির যৌথ উদ্যোগে শুক্রবার বিকেলে বালিধা পাঁচাকড়ি মাধ্যমিক বিদ্যালয় মাঠে মিলাদ, দোয়া ও আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নেহালপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি ডাঃ বজলুর রহমান, প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক(ভারপ্রাপ্ত) অনিন্দ্য ইসলাম অমিত। মনিরামপুর উপজেলা বিএনপির আহবায়ক সাবেক পৌর মেয়র অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডঃ সৈয়দ সাবেরুল হক সাবু, যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন খোকন, মিজানুর রহমান খান, জেলা জামায়াত নেতা অ্যাডভোকেট গাজী এনামুল হক, সাবেক উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ মুছা,অভয়নগর উপজেলা বিএপির আহবায়ক মতিয়ার রহান ফারাজি, মনিরামপুর পৌর বিএনপির আহবায়ক খায়রুল ইসলাম, সিনিয়র যুগ্ম আহবায়ক আবদুল হাই, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মফিজুর রহমান, মুক্তিযোদ্ধা আকতার হোসেন খান, অ্যাড. মকবুল ইসলাম, চেয়ারম্যান নিস্তার ফারুক, জামশেদ আলী, ফারুক হোসেন, নেহালপুর ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক জি এম খলিলুর রহমান, সাংগঠনিক সম্পাদক আমির হামজা, রফিকুল মোড়ল প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলার ১৭ টি ইউনিয়নের নেতাকর্মীরা। দোয়া পরিচালনা করেন প্রয়াত নজমুস সাদতের পিতা অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক আমির আলী গাজী। উল্লেখ্য নেহালপুর ইউনিয়ন বিএনপির নব নির্বাচিত সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান নজমুস সাদাত দীর্ঘদিন ধরে হৃদসহ বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন। গত শনিবার সকাল ১০ টার দিকে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের করোনারী ইউনিটে নেওয়ার সময় পথিমধ্যে ১০ টা ১৫ মিনিটে তিনি ইন্তেকাল করেন।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন