জাতীয় ডেস্ক :
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের নিয়মিত অভিযানে নেত্রকোনার মোহনগঞ্জের চার প্রতিষ্ঠানকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) সকালে মোহনগঞ্জ উপজেলায় এ অভিযান পরিচালিত হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী উপজেলায় পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতর নেত্রকোনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ওসমান গনী।
অভিযানে উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর শম্ভুনাথ সরকারসহ আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে জেলা পুলিশ লাইনসের একটি টিম সহযোগিতা করে।
অভিযান পরিচালনাকারী কর্মকর্তা ওসমান গনী জানান, জনস্বার্থে সার্বক্ষণিক এ রকম অভিযান অব্যাহত থাকবে।
