হোম ফিচার নেত্রকোনায় বিএনপির ৪ শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

রাজনীতি ডেস্ক:

নেত্রকোনার কেন্দুয়ায় নাশকতার চেষ্টা ও পুলিশের ওপর ইট-পাটকেল নিক্ষেপের অভিযোগে বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের ৪ শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে।

সোমবার (২ অক্টোবর) কেন্দুয়া থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) তানভীর মেহেদী বাদী হয়ে এ মামলাটি করেন। মামলায় ১০১ জন আসামীর নাম উল্লেখসহ অজ্ঞাত আসামী করা হয়েছে আরও ২০০ থেকে ৩০০ জনকে।

জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সচিব ড. রফিকুল ইসলাম হিলালি সত্যতা নিশ্চিত করে বলেন, এই সাজানো মামলা দিয়ে নেতাকর্মীদের দমিয়ে রাখা যাবে না।

কেন্দুয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক বলেন, রোববার (১ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার সান্দিকোনা বাজার এলাকায় আমাদের কয়েকজন পুলিশ দায়িত্ব পালন করছিল। এসময় ওই এলাকায় বিএনপির ৬০০ থেকে ৭০০ লোক উপস্থিত হয়ে নাশকতার চেষ্টা চালায় এবং এক পর্যায়ে সেখানে থাকা পুলিশ সদস্যদের ওপর ইট-পাটকেল নিক্ষেপ শুরু করে। এতে তাপস ও তানভীর নামে আমাদের দুই পুলিশ কর্মকর্তা (এসআই) আহত হন। আহতদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়েছে। ঘটনাস্থল থেকে পুলিশ ককটেল, ভাঙা কাছসহ নাশকতার বিভিন্ন আলামত জব্দ করেছে বলেও জানান ওসি।

এ বিষয়ে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. দেলোয়ার হোসেন ভূঁইয়া দুলালের সঙ্গে কথা হলে তিনি পুলিশের দায়ের করা মামলাটি সম্পূর্ণ মিথ্যা ও সাজানো উল্লেখ করে বলেন, ১ অক্টোবর ছিল আমাদের কেন্দ্র ঘোষিত ময়মনসিংহ থেকে কিশোরগঞ্জ পর্যন্ত রোডমার্চ কর্মসূচি। কর্মসূচিতে অংশ নিতে আমাদের দলীয় নেতা-কর্মীরা সান্দিকোনা দিয়ে যাচ্ছিলেন। পথে পুলিশ তাদের বাধা দেয়।

তিনি বলেন, বাধা দিয়ে এবং মামলা-হামলা করে আমাদের আর দমিয়ে রাখা যাবে না। আমরা রাজপথে আছি, থাকব এবং আমাদের এক দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত চলমান আন্দোলন থেকে সরব না ইনশাআল্লাহ।

কেন্দুয়া উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন বলেন, রোববার ছিল আমাদের রোডমার্চ কর্মসূচি। এতে যোগ দিতে আমাদের উপজেলার কয়েকটি ইউনিয়নের নেতা-কর্মীরা পার্শ্ববর্তী তাড়াইল উপজেলার পুরুড়া দিয়ে যান এবং অন্য ইউনিয়নগুলোর নেতা-কর্মীরা সান্দিকোনা দিয়ে রোডমার্চে যোগ দিতে যান। পুলিশ যে অভিযোগে মামলা দিয়েছে তা সম্পূর্ণ মিথ্যা। মূলত এরকম কোনো ঘটনাই ঘটেনি। আমরা এ মিথ্যা মামলার তীব্র প্রতিবাদ জানাই।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন