জাতীয় ডেস্ক :
তৃতীয় ধাপে আগামী ২৮ নভেম্বর অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ নির্বাচনে সহিংসতা সৃষ্টি বা কোনো ধরনের অনিয়ম করা হলে প্রার্থিতা বাতিলসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন নির্বাচন কমিশনার বেগম কবিতা খানম।
শনিবার (২০ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় এই হুঁশিয়ারি দেন তিনি।
সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিকুল ইসলামের সভাপতিত্বে উপজেলার আটটি ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনে সকল পর্যায়ের প্রার্থীদের নিয়ে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।
প্রার্থীদের নির্বাচনী সকল আচরণবিধি মেনে চলার আহ্বান জানিয়ে নির্বাচন কমিশনার বেগম কবিতা খানম বলেন, কোনো প্রার্থী সহিংসতা সৃষ্টি বা ভোট কেন্দ্রে অবৈধভাবে ব্যালট পেপারে হাত দেওয়ার চেষ্টা করলে সাথে সাথে তার প্রার্থিতা বাতিলসহ তাকে আইনের আওতায় আনা হবে। পাশাপাশি নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং ও রিটার্নিং অফিসারসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের কেউ অনিয়মের সঙ্গে জড়িত হলে তাদের বিরুদ্ধেও কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে কাউকে ছাড় দেওয়া হবে না বলে তিনি সবাইকে হুঁশিয়ার করেন।
এছাড়া নির্বাচনে সব ধরনের অনিয়ম ঠেকাতে প্রতিটি ভোট কেন্দ্রে ভোটের দিন সকালে ব্যালট পেপার পাঠাতে জেলা ও উপজেলা নির্বাচন কর্মকর্তাদের নির্দেশ দেন নির্বাচন কমিশনার।
মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ, পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম, ঢাকা অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মাহফুজা আক্তার ও জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মতিয়ুর রহমান প্রমুখ।
এছাড়া অধিকাংশ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্য পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীসহ স্বতন্ত্র প্রার্থীরা এই মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।
