হোম খেলাধুলা নিজের মাটিতে হোয়াইটওয়াশের লজ্জার সামনে পাকিস্তান

খেলাধূলা ডেস্ক :

মুলতান টেস্টে হারের মুখে পাকিস্তান। তিন টেস্টের সিরিজের প্রথম দুই টেস্টে হারা পাকিস্তানকে হোয়াইটওয়াশ থেকে কোনো মিরাকলও হয়ত বাঁচাতে পারবে না। চতুর্থ দিনে মাত্র ৫৫ রান দরকার ইংল্যান্ডের। অন্যদিকে পাকিস্তানের দরকার ৮ উইকেট।

সোমবার (১৯ ডিসেম্বর) মুলতান টেস্টের তৃতীয়দিনে ২১৬ রানে অলআউট হয়ে গেছে পাকিস্তান। ১৬৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ইংল্যান্ড ২ উইকেট হারিয়ে সংগ্রহ করেছে ১১২ রান। ৫০ রানে অপরাজিত আছেন বেন ডাকেট। চতুর্থ দিনে তার সঙ্গে নামবেন আরেক অপরাজিত ব্যাটার অধিনায়ক বেন স্টোকস। ১০ রানে ব্যাট করছেন তিনি।

বিনা উইকেটে ২১ রান নিয়ে তৃতীয় দিন শুরু করা পাকিস্তান ৫৩ রানের মাথায় হারায় শান মাসুদের উইকেট। ২৪ রান করে লিচের শিকারে পরিণত হন তিনি। লিচের হাতেই শুরু হয় পাকিস্তানের পতন। একই ওভারের চতুর্থ ওভারে তিনি শিকার করেন ক্যারিয়ারের শেষ টেস্ট খেলতে নামা আজহার আলীর উইকেট। জীবনের শেষ টেস্ট ইনিংসে শূন্য রানে আউট হয়ে গেছেন তিনি। এরপর এক রান যোগ করতেই বিদায় নেন আব্দুল্লাহ শফিক। ২৬ রান করেন তিনি।

৫৪ রানে ৪ উইকেট হারানো পাকিস্তানকে এরপর পথ দেখাচ্ছিলেন অধিনায়ক বাবর আজম ও আগের টেস্টে অভিষিক্ত সাউদ শাকিল। দুজনে গড়েন ১১০ রানের জুটি।

এরপরই দৃশ্যপটে হাজির রেহান আহমেদ। ইংল্যান্ডের জার্সিতে সবচেয়ে কম বয়সে অভিষেকের রেকর্ড গড়া ১৮ বছর বয়সী এই অফব্রেক বোলার একাই ধ্বসিয়ে দেন পাকিস্তানের মিডল অর্ডার। ১৬৪ রানের মাথায় বাবর আজমকে ফিরিয়ে ক্যারিয়ারের প্রথম টেস্ট উইকেটের দেখা পান তিনি। এরপর একে একে ফেরান মোহাম্মদ রিজওয়ান, সাউদ শাকিলকেও। ১৭৭ রানেই ৬ উইকেট হারানো পাকিস্তান তখন বিপদে। ফাহিম আশরাফ ও নোমান আলীর বিদায়ে বিপদ আরো বাড়ে পাকিস্তানের। ১ রান করা আশরাফকে ফেরান রুট, নোমান ফেরেন উডের গতিতে পরাস্ত হয়ে।

এরপর মোহাম্মদ ওয়াসিম ও আগা সালমানকে ফিরিয়ে অভিষেকে ৫ উইকেট শিকারের কৃতিত্ব দেখান। সর্বকনিষ্ঠ পুরুষ ক্রিকেটার হিসেবে অভিষেকে ৫ উইকেট নেওয়ার কৃতিত্ব দেখলেন তিনি। শেষ পর্যন্ত ২১৬ রানে গুটিয়ে যায় পাকিস্তান।

১৬৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ওপেনিং জুটিতেই ঝোড়ো গতিতে ৮৭ রান এনে দেন জ্যাক ক্রাউলি ও বেন ডাকেট। ৪১ বলে ৪১ রান করে ক্রাউলি বিদায় নিলেও বেন ডাকেট টি-টোয়েন্টি স্ট্যাইলে ব্যাট চালিয়ে তুলে নিয়েছেন অর্ধশতক। ৩৮ বলে ৮ চারের মারে ৫০ রান করে অপরাজিত আছেন তিনি। মাঝখানে নাইটওয়াচম্যান হিসেবে নামা রেহানকে ফেরান আবরার। বেন স্টোকস অপরাজিত আছেন ১০ রানে।

তিন টেস্টের সিরিজে প্রথম দুই টেস্টে জয় পাওয়া এরই মধ্যে নিশ্চিত করেছে সিরিজ।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন