হোম জাতীয় নিকুঞ্জের সিডিসি টাওয়ারে আগুন

জাতীয় ডেস্ক :

রাজধানীর নিকুঞ্জের সিটি ডেন্টাল কলেজ (সিডিসি) হাসপাতাল ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘নিকুঞ্জের সিটি ডেন্টাল কলেজের হোস্টেলে আগুন লেগেছে। খবর পেয়ে আমাদের ৮টি ইউনিট সন্ধ্যা ৬টা ৫৪ মিনিটে ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়। সর্বশেষ খবর অনুযায়ী আমাদের ইউনিটগুলো আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।’

সিটি ডেন্টাল কলেজ হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা নজরুল ইসলাম সময় সংবাদকে জানান, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এ ছাড়া হতাহতের খবরও পাওয়া যায়নি বলেও জানান তিনি।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন