নিজস্ব প্রতিনিধি:
নিউইয়র্কে আওয়ামী সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ সমাবেশ করেছে ন্যাশনাল কনজারভেটিভ পার্টি (এনসিপি)। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর ২০২৫) বিকাল সাড়ে ৪টায় শহরের নিউমার্কেট চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সাতক্ষীরা জেলা এনসিপির প্রধান আহবায়ক পদপ্রার্থী মো. কামরুজ্জামান বুলু বলেন, “সৈরাচার ও আওয়ামী লীগের বিচার প্রশ্নে সব রাজনৈতিক দলকে ঐক্যমতে পৌঁছাতে হবে। বিদেশের মাটিতে আওয়ামী সন্ত্রাসীদের এমন ঘৃণ্য হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। হামলাকারীদের আইনের আওতায় আনতে হবে এবং অন্তর্বর্তী সরকারকে এ ঘটনায় জবাবদিহি করতে হবে।”
সমাবেশ শেষে স্বৈরশাসক শেখ হাসিনার প্রতিকৃতিতে ডিম নিক্ষেপ করে নেতাকর্মীরা এ হামলার প্রতিবাদ জানান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা এনসিপির সদস্য সচিব প্রার্থী সিএম নাজমুল ইসলাম, বাগসাস সম্পাদক প্রার্থী রাদিক হাসান, শেখ আল ইমনরান, ইঞ্জিনিয়ার শেখ আব্দুল্লাহ, আব্দুস সবুরসহ জেলা পর্যায়ের নেতৃবৃন্দ।