নিউজ ডেস্ক:
নির্বাচনকে কেন্দ্র করে চলমান রাজনৈতিক ষড়যন্ত্রের পেছনে অন্তর্বর্তী সরকারের কিছু উপদেষ্টার ‘ইন্ধন’ থাকতে পারে বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খাঁন। তিনি বলেছেন, এনসিপির (জাতীয় নাগরিক পার্টি) আহ্বায়ক নাহিদ ইসলামকে ‘গাদ্দার উপদেষ্টাদের’ নাম প্রকাশ করতে হবে।
সোমবার (৬ অক্টোবর) সকালে জাতীয় প্রেসক্লাবে নাগরিক যুব ঐক্য আয়োজিত ‘গুণমানসম্পন্ন ও গ্রহণযোগ্য নির্বাচনের চ্যালেঞ্জ ও সম্ভাবনা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
সরকারের উপদেষ্টাদের তীব্র সমালোচনা করে রাশেদ খাঁন বলেন, ‘এনজিও উপদেষ্টারা যেদিন শপথ নিয়েছেন, সেদিনই গণঅভ্যুত্থান ব্যর্থ হওয়ার পথ খুলে গেছে। এটাকে ব্যর্থ হতে দেওয়া যাবে না।’
তিনি আরও বলেন, ‘নির্বাচন বানচালের মধ্য দিয়ে যদি অভ্যুত্থান ব্যর্থ হয়, তাহলে তার দায়ভার নাহিদ ইসলামকেও নিতে হবে।’
গণঅধিকার পরিষদ সংসদের উচ্চকক্ষে আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) ব্যবস্থার পক্ষে জানিয়ে রাশেদ খাঁন বলেন, ‘বাংলাদেশের প্রেক্ষাপটে নিম্নকক্ষে পিআর কোনোভাবেই বাস্তবসম্মত নয়। এই ব্যবস্থা চালু হলে সকাল-বিকাল সংসদ সদস্যদের কেনাবেচা হবে।’
প্রসঙ্গত, অন্তর্বর্তী সরকারের সাবেক তথ্য উপদেষ্টা ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে উপদেষ্টা পরিষদের কয়েকজন সদস্যের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তোলেন। তিনি দাবি করেন, উপদেষ্টাদের অনেকেই বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে লিয়াজোঁ করেছেন এবং এখন তারা নিজেদের ‘সেফ এক্সিট’ (নিরাপদ প্রস্থান) নিয়ে ভাবছেন।
একাত্তর টিভিকে দেওয়া ওই সাক্ষাৎকারে নাহিদ ইসলাম বলেন, ‘রাজনৈতিক দলের নেতাদের এবং যারা উপদেষ্টা হয়েছেন, তাদের অনেককে বিশ্বাস করাটা আমাদের ভুল ছিল। আমাদের উচিত ছিল ছাত্র নেতৃত্বকেই শক্তিশালী করা, সরকারে গেলে সম্মিলিতভাবে যাওয়া।’
তিনি আরও যোগ করেন, ‘নাগরিক সমাজ বা রাজনৈতিক দলকে আমরা যে বিশ্বাসটা করেছিলাম, যে আস্থা রেখেছিলাম, সেই জায়গায় আমরা প্রতারিত হয়েছি। অনেক উপদেষ্টা নিজেদের আখের গুছিয়েছেন, কিংবা গণ–অভ্যুত্থানের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। সময় এলে আমরা এদের নামও উন্মুক্ত করব।’
নাহিদের এই বিস্ফোরক মন্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে ব্যাপক আলোচনা–সমালোচনা। বিভিন্ন ফেসবুক পেজ ও অ্যাকাউন্ট থেকে তার বক্তব্যের ভিডিও ও ফটোকার্ড পোস্ট করা হয়েছে, যেখাঁনে নেটিজেনরা পক্ষে-বিপক্ষে নানা প্রতিক্রিয়া জানাচ্ছেন।