নিজস্ব প্রতিনিধি :
নারী পক্ষ উদযাপন উপলক্ষে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ বিষয়ক র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (০৩ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় সাতক্ষীরা সদরের ব্যাংদহা জোড়দিয়া পল্লী চেতনা প্রশিক্ষণ কেন্দ্রে সুশীল : সাপোর্টিং দ্যা ইউনিটি অ্যান্ড সাসটেইনেবিলিটি অব সিভিল সোসাইটি অর্গানাইজেশনস (সিএসওস) টু আপহোল্ড হিউম্যান রাইটস, ন্যাশনাল ইন্টিগ্রিটি, অ্যান্ড রুল অব ল ইন বাংলাদেশ প্রকল্পের আওতায় এবং ভূমিজ ফাউন্ডেশনের আয়োজনে একশন এইড বাংলাদেশের সহযোগিতায় ভূমিজ ফাউন্ডেশনের নির্বাহী প্রধান অচিন্ত্য সাহার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর উপজেলা সমাজসেবা অফিসার মোঃ শরীফুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বর্তমান সমাজ ব্যবস্থায় দিন দিন অসহায় নারীর প্রতি সহিংসতা বৃদ্ধি পাচ্ছে। পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থায় নারীর প্রতি সহিংসতা রোধে কঠিন আইন প্রণয়ন করতে হবে। নারীর প্রতি সহিংসতা রোধে জনসচেতনতা তৈরি করতে হবে। নারীর প্রতি সহিংসতা রোধে নারীর পাশাপাশি পুরুষদেরকেও একসাথে বসতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা সমতা ফোরাম (হাব) সভাপতি ও পল্লী চেতনার নির্বাহী পরিচালক মো. আনিছুর রহমান,
রুপালী এনজিও এর পরিচালক ও সিএসও (হাব) এর সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম, ইউনিয়ন সমাজকর্মী শুভাশিস সরকার রাহুল
ও ভূমিজ ফাউন্ডেশনের হিসাব রক্ষক শ্যামল দেবনাথ প্রমুখ। আলোচনা সভায় জনসচেতনতা বৃদ্ধি : নারীর প্রতি সহিংসতার বিভিন্ন রূপ (শারীরিক, মানসিক, যৌন, অর্থনৈতিক) সম্পর্কে জনসাধারণকে অবহিত করা, দৃষ্টিভঙ্গির পরিবর্তন : সহিংসতাকে স্বাভাবিক বা ব্যক্তিগত বিষয় হিসেবে দেখার পরিচালিত সামাজিক দৃষ্টিভঙ্গি পরিবর্তনে উৎসাহিত করা ও প্রতিকার সম্পর্কে অবহিত করা : নারী সুরক্ষায় প্রচলিত আইন এবং আইনি সহায়তা পাওয়ার প্রক্রিয়া সম্পর্কে স্পষ্ট ধারণা প্রদান করাসহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এসময় নারী নেত্রী, সিএসও হাব সদস্য, বিভিন্ন এলাকার অংশগ্রহণকারী নারী, ভূমিজ ফাউন্ডেশনের কর্মী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন ভূমিজ ফাউন্ডেশনের জেলা সমন্বয়কারী দে অঞ্জন কুমার।
