হোম অন্যান্যসারাদেশ নানা কর্মসুচির মধ্য দিয়ে সাতক্ষীরায় আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত

নিজস্ব প্রতিনিধি :

নানা কর্মসুচির মধ্য দিয়ে সাতক্ষীরায় আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত হয়েছে। কর্মসুচির মধ্যে রয়েছে র‌্যালী, মানববন্ধন, স্টল প্রদর্শনী ও আলোচনা সভা। জেলা প্রশাসনের আয়োজনে দিবসটি উপলক্ষে সোমবার সকালে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনে হতে একটি বর্ণাঢ্য সাইকেল র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে এক মানবন্ধন কমসুচিতে মিলিত হয়।

পরে জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হয় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরার জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ন কবির।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজী আরিফুর রহমানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার আতিকুল ইসলাম, জেলা লিগ্যাল এইড অফিসার মনিরুলল ইসলাম, শিক্ষাবিদ আব্দুল হামিদ, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক আশিষ কুমার মন্ডল, সুশীলনের সহকারি পরিচালক জি.এম মনিরুজ্জামান।

এছাড়া দিবসটি উপলক্ষে সোমবার দিনব্যাপী জেলা শিল্পকলা একাডেমি চত্ত্বরে নিজেদের তৈরি বিভিন্ন পণ্যের স্টল প্রদর্শন করে জেলার বিভিন্ন বেসরকারী উন্নয়ন সংগঠন। অনুষ্ঠান শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে ক্রেস্ট বিতরণ করা হয়।

একশন এইড বাংলাদেশ, ইউএনএফপিএ সহযোগিতায় এবং বেসরকারী উন্নয়ন সংস্থা সুশীলনের নেতৃত্বে ২৫ টি স্বেচ্ছাসেবী সংগঠনে সমন্বয়ে জেন্ডার ইন ইমার্জেন্সি এলাইন্স সাতক্ষীরার বাস্তবায়নে উক্ত কর্মসুচি পালিত হয়।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন