হোম খুলনাসাতক্ষীরা নানা আয়োজনে রসুলপুর সরকারি বালিকা প্রাথমিক বিদ্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী পালিত

নানা আয়োজনে রসুলপুর সরকারি বালিকা প্রাথমিক বিদ্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী পালিত

কর্তৃক Editor
০ মন্তব্য 112 ভিউজ

সংকল্প ডেস্ক:

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২৪ উপলক্ষ্যে রসুলপুর সরকারি বালিকা প্রাথমিক বিদ্যালয়ে আলোচনা সভা, রচনা প্রতিযোগীতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শেখ শফিক উদ দৌলা সাগররের সভাপতিত্বে কোমলমতি শিক্ষার্থীরা চিত্রাংকন, কবিতা আবৃত্তি এবং শিক্ষক ও অভিভাবক মন্ডলী জাতির জনক বঙ্গবন্ধুর জীবনী নিয়ে আলোচনা করেন। দিবসটি পালন উপলক্ষ্যে বিধ্যালয়ে রঙিন সাজে সজ্জিত হয়। এবং চিত্রাংকন কবিতা আবৃত্তিতে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরন করা হয়।

আবৃত্তিতে প্রথম স্থান অধিকার করে মেহনাজ বিনতে মাহবুবা। নৃত্যে প্রথম স্থান অধিকার করে রাহামনি। চিত্রাংকনে প্রথম হয়েছে খালিদ হোসেন। কুরআন তিলওয়াতে প্রথম হয়েছে জাহিদ হোসেন। প্রতিটি ইভেন্টে ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারীদের মাঝে পুরষ্কার বিতরন করা হয়।

এসময় বক্তারা বলেন, জাতীর জনকের জন্ম না হলে আমরা একটা স্বাধীন দেশ পেতাম না। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালির জন্য আজ আমরা বাংলা ভাষায় কথা বলছি। আর তার জন্মবাষির্কীতে তার আত্মার মাগফিরাত কামনা করছি।

এসময় উপস্থিত ছিলেন প্রধান শিক্ষিকা মোছাঃ ফরিদা আক্তার বানু, আব্দুস সালাম, লাযলা শারমিন, নাসিমা ইরানি বানু, নুরজাহান খাতুন, শাহানাজ পারভীন, মোমেনা খাতুন, সিরাজুম মুনিরা, সুরাইয়া সুলতানা সহ ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ,শিক্ষক, ছাত্র ছাত্রী ও অভিভাবকবৃন্দ।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন