হোম অর্থ ও বাণিজ্য নাটোরে এমওপি সারের সংকট, দ্বিগুণ দামে বিক্রি

বাণিজ্য ডেস্ক :

কৃত্রিম সংকট সৃষ্টি করে নাটোরে দ্বিগুণ দামে এমওপি সার বিক্রি হচ্ছে। অতিরিক্ত দামে সার কেনার কারণে বাড়ছে উৎপাদন খরচ। বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের (বিএফএ) ও বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) সারের সংকট নেই বলে দাবি করলেও সদর উপজেলা কৃষি কর্মকর্তা বলছেন, এমওপি সারের সংকট রয়েছে।

নাটোর জেলায় আমন মৌসুম শুরু হওয়ার সঙ্গে সঙ্গে কৃত্রিম সংকট তৈরি করে এমওপি সারের দাম বাড়ানো হয়েছে। সরকার প্রতি বস্তা এমওপি সারের দাম ৭৫০ টাকা নির্ধারণ করলেও অসাধু ব্যবসায়ীরা ১ হাজার ৪০০ থেকে ১ হাজার ৫০০ টাকায় বিক্রি করছেন।

কৃষকদের অভিযোগ, সার ব্যবসায়ীরা দ্বিগুণ দামে এমওপি সার বিক্রি করছেন। বিষয়টির প্রতিকার চেয়ে কৃষি কর্মকর্তাদের কাছে ধরনা দিয়েও কোনো প্রতিকার মেলেনি।

সারের দাম অতিরিক্ত বেড়ে গেছে মন্তব্য করে কৃষকরা বলেন, সরকার যে দর নির্ধারণ করেছে, আমরা তো সে দামে সার পাচ্ছি না। আমরা কৃষি বিভাগেও অভিযোগ করেছি। কিন্তু তারা কোনো ব্যবস্থা নিচ্ছে না। সরকার যদি সঠিকভাবে নজরদারি করত, তাহলে কৃষক পর্যায়ে সার সঠিকভাবে বিতরণ হতো। কৃষকরাও কম দামে সার পেত।

খুচরা বিক্রেতারা অভিযোগ করে বলেন, ডিলাররা এমওপি সারের সংকট সৃষ্টি করছে। আমরা যতটুকু পাচ্ছি, তা কৃষকদের কাছে ন্যায্যমূল্যে বিক্রি করছি। আর ডিলারদের অভিযোগ, বিএডিসি তাদের কাছে এমওপি সার সরবরাহ করছে না।

এদিকে নাটোরের সদর উপজেলার কৃষি কর্মকর্তা মেহেদুল ইসলাম দাবি করেন, বিএডিসি ডিলারদের কাছে পর্যাপ্ত এমওপি সার সরবরাহ করতে পারেনি। বৈশ্বিক প্রেক্ষাপটে আমাদের যে সারের চাহিদা, সে মোতাবেক বিএডিসি পটাশ সার সরবরাহ করতে পারেনি। পরবর্তী সময়ে যেটি বাঘাবাড়ি থেকে দেয়া হয়।

তবে বিএডিসি বলছে, গত নয় মাসে সরকার ১৪৩ জন ডিলারদের কাছে ২ হাজার মেট্রিক টন এমওপি সার বরাদ্দ দিয়েছে। এ বিষয়ে নাটোরের বিএডিসির উপসহকারী জাহিদুল রহমান বলেন, ডিএডিসি সার গুদাম থেকে এমওপি সার সরবরাহ নিয়ে কোনো সমস্যার কথা যদি কেউ বলে থাকেন, তাহলে সেটি সম্পূর্ণ ভিত্তিহীন।

এদিকে বিএফএ-র দাবি, জেলায় এমওপি সারের কোনো সংকট নেই। এ বিষয়ে বিএফএ-র পরিচালক আব্দুস সালাম বলেন, সব ডিলার সরকারের নির্ধারিত মূল্যে সার বিক্রি করছেন। এখানে সারের কোনো সংকট নেই।

উল্লেখ্য, চলতি মৌসুমে জেলায় ৭২ হাজার ৫০০ হেক্টর জমিতে আমন ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন