সংকল্প ডেস্ক:
নাটোরের পিটিআই মোড় থেকে অপহরণের ২ দিন পর অপহৃত নারীকে উদ্ধার ও ২ অপহরণকারীকে সাতক্ষীরা থেকে গ্রেফতার করা হয়েছে। গত ১০ নভেম্বর দুপুর অনুমান ১ টার সময় ভিকটিমকে নাটোর থেকে অপহরণ করা হয়। এ ঘটনায় ভিকটিম এর পিতা বাদী হয়ে নাটোর সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে একটি অপহরণ মামলা মামলা দায়ের করেন।
উক্ত মামলায় র্যাব-৬, সিপিসি-১ এবং র্যাব-৫, সিপিসি-২ তথ্য প্রযৃক্তি ব্যবহার করে আসামীদের অবস্থান নিশ্চিত হয়ে গত রাতে সাতক্ষীরা সদর থানার শ্রীরামপুর গুচ্ছগ্রাম থেকে আসামী মোঃ বিল্লাল হোসেন (৩২), পিতা – মোঃ মানিক গাজী, সাং-শ্রীরামপুর গুচ্ছগ্রাম, থানা+জেলা-সাতক্ষীরাকে গ্রেফতার করে।
ধৃত আসামী বিল্লাল হোসেনের তথ্য মতে একই দিন রাত ০২:৪৫ টায় তালা থানার ইসলামকাঠি বাউখোলা গ্রামে অভিযান পরিচালনা করে ২নং আসামী তাসলিমা বেগম(৪৫), কে গ্রেফতার এবং তার নিকট থেকে অপহৃত ভিকটিমকে উদ্ধার করা হয়।
আসামীদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা ভিকটিমকে ভাল চাকুরি ও অন্যান্য প্রলোভন দেখিয়ে নাটোর হতে সাতক্ষীরায় নিয়ে আসে।
পরবর্তীতে উদ্ধারকৃত আসামীদ্বয়কে নাটোর জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।