পিরোজপুরঅফিস :
পিরোজপুরের শ্রীরামকাঠীতে বিদ্যুৎপৃষ্টে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। সোমবার( ২২জুন ) নাজিরপুর উপজেলার শ্রীরামকাঠী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের দণি শ্রীরামকাঠী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সুনিল কুমার হালদার (৫০) ওই গ্রামের বাসিন্দা। তিনি বিভিন্ন বাজারে বীজ বেচা-কেনা করতেন। নিহতের স্ত্রী কল্পনা হালদার জানান, তার স্বামী সুনিল হালদার দুপুরের পর তার বাড়ির পেছনের বাগানে একটি গাছ কাটতে যান। এসময় বাড়ির পেছনে ব্যাটারিচালিত অটোভ্যান চার্জে দেওয়া বৈদ্যুতিক তার ওই গাছ কাটতে গিয়ে অসাবধানতাবসত এই দুর্ঘটনা ঘটে। তাকে উদ্ধার করে নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন। নাজিরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচএ) ডা. ফজলে বারী সুনিলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।