হোম অন্যান্যসারাদেশ নলতায় হজরত খানবাহাদুর আহ্ছানউল্লা (র.) এর ১৪৭ তম জম্মবার্ষিকী উপলক্ষে সেমিনার শনিবার

নলতায় হজরত খানবাহাদুর আহ্ছানউল্লা (র.) এর ১৪৭ তম জম্মবার্ষিকী উপলক্ষে সেমিনার শনিবার

কর্তৃক Editor
০ মন্তব্য 121 ভিউজ

নিজস্ব প্রতিনিধি :

সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার নলতা কেন্দ্রীয় আহছানিয়া মিশন এর আয়োজনে প্রতি বছরের ন্যায় এবছরও যথাযোগ্য ধর্মীয় ভাবগার্ম্ভীর্য্যরে মধ্যে দিয়ে হজরত খানবাহাদুর আহ্ছানউল্লা (র.) এর ১৪৭ তম জম্মবার্ষিকী উপলক্ষ্যে আগামী ২৬ ডিসেম্বর ২০২০ শনিবার সকাল ১০টায় নলতা পাক রওজা শরীফ প্রাঙ্গণে সেমিনার অনুষ্ঠিত হবে।

অবিভক্ত বাংলা ও আসামের শিক্ষা বিভাগের সহকারী পরিচালক বিশিষ্ট শিক্ষাবিদ ও শিক্ষা সংস্কারক, দার্শনিক, সমাজসেবক, সমাজ ভাবনার রুপকার, দেশের অন্যান্য সাধারন সেবা প্রতিষ্ঠান আহছানিয়া মিশনের প্রতিষ্ঠাতা, সািিহত্যিক ও চিন্তাবিদ, সর্বজন শ্রদ্ধেয় ছুফী সাধক ওলী-এ কামেল হজরত শাহছুফী আলহাজ¦ খানবাহাদুর আহছাউল্লা (র.) এর ১৪৭ তম জম্মা বার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত সেমিনারে নলতা কেন্দ্রীয় আহছানিয়া মিশন এর সভাপতি আলহাজ¦ অধ্যাপক ডাঃ আ.ফ.ম রুহুল হক এমপি এর সভাপতিত্বে সেমিনারে অতিথি থাকবেন সাতক্ষীরা জেলা প্রশাসক এস.এম. মোস্তফা কামাল. নলতা কেন্দ্রীয় আহছানিয়া মিশন এর সাবেক সভাপতি আলহাজ¦ মুহাম্মাদ সেলিমউল্লাহ।

সেমিনারে মুল প্রবন্ধ উপস্থাপন করবেন বাংলা একাডেমী সাবেক পরিচালক ড. গোলাম মহিউদ্দিন। আলোচনায় অংশ গ্রহন করবেন খান বাহাদুর আহছানউল্লা ইনস্টিটিউট মহাপরিচালক এ.এফ.এম এনামুল হক। রাজশাহী বিশ^বিদ্যালয়ের দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ একরাম হোসেন। রাজশাহী কবিকুঞ্জু সভাপতি ও বিশিষ্ঠ সাহিত্যিক রুহুল আমিন প্রামানিক। সেমিনার সুষ্ট ও সুন্দর ভাবে পরিচালনার জন্য সকল প্রস্তুতি গ্রহন করা হয়েছে বলে নলতা কেন্দ্রীয় আহছানিয়া মিশন এর সাধারন সম্পাদক আলহাজ¦ মোঃ এনামুল হক জানান।

s

সম্পর্কিত পোস্ট

মতামত দিন