হোম ফিচার “নরসিংদী পল্লী বিদ্যাৎ- ২” রাতে থাকেনা বিদ্যুৎ, দিনের বেলা মাঝে মধ্যে আসে!

মোহাম্মদ আরীফুল ইসলাম, কিশোরগঞ্জ :

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় নরসিংদী পল্লী বিদ্যুৎ- ২ এর আওতাধীন এলাকায় বিদ্যুৎ বিভ্রাটের কারণে জন জীবন অতিষ্ট হয়ে পরেছে। সামান্য বৃষ্টি কিংবা মেঘাচ্ছন্ন আকাশ দেখা দিলেই বিদ্যুৎ সর্বরাহ বন্ধ করে দেওয়া হয় এখানো। কখনো মাইকিং করে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একদিন বিদ্যুৎ বন্ধ থাকার কথা জানানো হলেও তা চলতে থাকে ২/৩ দিন ধরে।

এ ছাড়া এ উপজেলার পল্লী বিদ্যুতের দেখা পাওয়া যায়না রাতে। মাঝে মাঝে বিদ্যুৎ আসলেও রাত ১০/১১টা হতে পরদিন সকাল ৭/৮টা পর্যন্ত সম্পূর্ণ বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকে। দিনের বেলা পল্লী বিদ্যুৎ কখনো আসে, কখনো যায়। দৈনিক গড়ে ৫/৬ ঘন্টা বিদ্যুতের দেখা পায় কুলিয়ারচর পল্লী বিদ্যুৎ গ্রাহকেরা। যার ফলে গ্রাহকেরা এখন ঝুঁকছে পিডিবি বিদ্যুৎ সংযোগের পেছনে। পল্লী বিদ্যুতের বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ট হয়ে গ্রাহক পল্লী বিদ্যুৎ থেকে মুখ ফিরিয়ে নিয়ে ভরষা করছে পিডিবি সংযোগের দিকে।

নিয়মিত বিদ্যৎ বিভ্রাটের ফলে শিক্ষার্থীদের পড়াশুনা, গৃহিনীদের ফ্রিজে রাখা খাবার, খামারিদের পোল্ট্রি, লেয়ার খামার সহ দুগ্ধ ও গরু মোটাতাজাকরণ খামারের খামারিরা পরেছেন চরম বিপাকে। তারা দ্রুত বিদ্যুৎ বিভ্রাট থেকে মুক্তি কামনা করছেন সরকারের কাছে।

খামারী ইকবাল হাসান বলেন, আমার দুটি মুরগীর খামার আছে। নিয়মিত বিদ্যুৎ না থাকার কারণে অনেক মুরগী গরমে মারা যাচ্ছে। শুনেছি এলাকাতে পিডিবি বিদ্যুৎ চলে আসবে। তখন আর পল্লী বিদ্যুৎ ব্যবহার করবো না।

গৃহিনী দিলারা খাতুন বলেন, বিদ্যুতের কথা কী আর বলবো? কুলিয়ারচরে বিদ্যুৎ যায় না, মাঝে মধ্যে আসে! আর যদি বৃষ্টি, বাদল, কিংবা ঝড়- তুফান হয় তবে ২/৩ দিনের আগে আর বিদ্যুতের দেখা পাওয়া যায়না।

৮ম শ্রেণীর শিক্ষার্থী তাসফিহা তানহা বলে, রাতে কারেন্ট না থাকার কারণে গরমের ভেতরে পড়াশুনা করতে আমার খুব কষ্ট হয়। বিদ্যুৎ ছাড়া পড়াশুনা শেষ করে ঘুমাতে গিয়েও বিদ্যুতের দেখা পাওয়া যায়না। পরদিন সকালে ঘুম থেকে ওঠার অনেক পরে বিদ্যুৎ আসে।

এ ব্যাপারে নরসিংদী পল্লী বিদ্যুৎ- ২ এর আওতাধীন কুলিয়ারচর পল্লী বিদ্যুতের জোনাল ম্যানেজার মোঃ এনামুল হক দৈনিক আজকের পত্রিকাকে বলেন, আমাদের একটা লাইন পাওয়ার ট্রান্সফরমারে কাজ চলতেছে। জুন মাসের ৩০ তারিখের মধ্যে কাজ শেষ হবে। তখন পূর্ণ বিদ্যুৎ আবার গ্রাহককে দেওয়া হবে। সে পর্যন্ত গ্রাহককে ধৈর্য ধরার জন্য অনুরোধ করেন তিনি।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন