খেলাধূলা ডেস্ক :
নিউজিল্যান্ডের পর ক্রিকেটে এবার নতুন দৃষ্টান্ত স্থাপন করল ভারত। নারী-পুরুষের আয় বৈষম্য ঘুচিয়ে এনেছে দেশটির ক্রিকেট বোর্ড বিসিসিআই।
গত জুলাইয়ে নারী-পুরুষের বেতন বৈষম্য ঘুচিয়ে আনার সিদ্ধান্ত নিয়ে নতুন ইতিহাস সৃষ্টি করেছিল নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী নারী ও পুরুষ ক্রিকেটাররা পাবেন সমপরিমাণ ম্যাচ ফি। এবার সে পথে হাঁটল ভারতের ক্রিকেট বোর্ডও। নতুন মেয়াদে দায়িত্ব পেয়ে এসব সিদ্ধান্ত নেন বিসিসিআইয়ের সচিব জয় শাহ।
বৃহস্পতিবার (২৭ অক্টোবর) জয় শাহ এক টুইটে বলেন, ‘বৈষম্য দূর করতে আজ প্রথম পদক্ষেপ নিল বিসিসিআই। যে সব নারী ক্রিকেটাররা বোর্ডের সঙ্গে চুক্তিবদ্ধ, তাদের আমরা সমান বেতন দিতে চলেছি। নারী এবং পুরুষ ক্রিকেটারদের এখন থেকে সমপরিমাণ ম্যাচ ফি দেয়া হবে। আমরা ক্রিকেটে লিঙ্গসাম্যের নতুন একটা যুগ তৈরি করতে চাই।’
অর্থের পরিমাণও প্রকাশ করেছেন জয় শাহ। তার ঘোষণা অনুযায়ী, টেস্টে ১৫ লাখ, ওয়ানডে ও টি-টোয়েন্টিতে যথাক্রমে ৬ লাখ এবং ৩ লাখ রূপি করে প্রতি ম্যাচে পাবেন ক্রিকেটাররা।
এর আগে গত জুলাই মাসে নিউজিল্যান্ড ক্রিকেট প্রথম এমন পদক্ষেপ নিয়েছিল। তারা সে সময় জানায়, নারী এবং পুরুষ ক্রিকেটারদের সমান বেতন দিতে চলেছে নিউজিল্যান্ড ক্রিকেট। ঘরোয়া এবং আন্তর্জাতিক ক্রিকেট, দুজায়গাতেই এই নিয়ম কার্যকর হবে। নিউজিল্যান্ডের দেখাদেখি এগিয়ে আসে অস্ট্রেলিয়াও। তবে এখন পর্যন্ত সমান বেতন কার্যকর করতে পারেনি তারা।
