খেলাধূলা ডেস্ক:
গত মে মাসের ২৮ তারিখ বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) পদত্যাগপত্র জমা দিয়েছিলেন নারী ফুটবল দলের কোচ গোলাম রব্বানী ছোটন। এরপর থেকেই তিনি বিশ্রামেই ছিলেন। অন্যদিকে পদত্যাগপত্র পেলেও তা মঞ্জুর হয়েছে কিনা তা জানানো থেকে বিরতই ছিল বাফুফে। অবশেষে বিশ্রাম থেকে ফুটবলে ফিরছেন সাফ জেতানো কোচ।
পদত্যাগপত্র জমা দেওয়ার দীর্ঘ ৩৬ দিন পর বাফুফের পক্ষ থেকে সাড়া পেলেন গোলাম রব্বানী ছোটন। নারীদের ঐতিহাসিক সাফ জেতানো কোচের অবদানকে স্বীকৃতি দিয়ে মঙ্গলবার (৪ জুলাই) বিবৃতি দিয়েছে বাফুফে। শুভকামনা জানিয়েছে আগামীর পথচলায়। পদত্যাগপত্র গৃহীত হওয়ার কথা উল্লেখ না করলেও এভাবেই বুঝিয়ে দিয়েছে পদত্যাগপত্র গ্রহণ করেছে বাফুফে। যে কারণেই এই বিজ্ঞপ্তি।
বাফুফে হঠাৎ করে কেন এই বিজ্ঞপ্তি দিল তার কারণও অবশ্য জানা গেছে। নতুন কাজে নেমে পড়ছেন ছোটন। নিজেই দিয়েছেন সে খবর। বাংলাদেশ সেনাবাহিনী নারী ফুটবল দল গড়েছে। সে দলের কোচের দায়িত্ব নিয়েছেন তিনি। অবশ্য সাময়িকভাবে এই দায়িত্ব নিয়েছেন তিনি। ২ জুলাই থেকে আগামী ২ মাসের জন্য সেনাবাহিনীর নারী দলের কোচের দায়িত্ব পালন করবেন তিনি।
তবে আপাতত নারী দলের কোচিং করালেও সামনে নতুন রূপে দেখা যেতে পারে তাকে। সামনে ছেলেদের দলকেও কোচিং করাতে চান তিনি। জানিয়েছেন, সামনে প্রিমিয়ার লিগেও কাজ করতে পারেন তিনি। তাতেই নতুন গুঞ্জন ডালপালা মেলেছে।
ফুটবলাঙ্গনে গুঞ্জন বসুন্ধরা কিংসের কোচ হতে যাচ্ছেন ছোটন। তবে এ বিষয়ে ছোটনের ভাষ্য, ‘আমি ক্লাব কোচিং করাব। সেটা নারী-পুরুষ যে দলই হোক। সেটি প্রিমিয়ার লিগ, চ্যাম্পিয়নশিপ কিংবা যেকোনো স্তরের দলই হতে পারে।’