হোম খুলনানড়াইল নড়াইলে ‘সবার জন্য মানসম্মত পরিসংখ্যান’ প্রতিপাদ্যে বিশ্ব ও জাতীয় পরিসংখ্যান দিবস পালিত

নড়াইলে ‘সবার জন্য মানসম্মত পরিসংখ্যান’ প্রতিপাদ্যে বিশ্ব ও জাতীয় পরিসংখ্যান দিবস পালিত

কর্তৃক Editor
০ মন্তব্য 44 ভিউজ

নড়াইল প্রতিনিধি:
​”সবার জন্য মানসম্মত পরিসংখ্যান” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলে বিশ্ব পরিসংখ্যান দিবস ও জাতীয় পরিসংখ্যান দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে ২০ অক্টোবর, সোমবার সকালে জেলা প্রশাসকের কার্ালয় থেকে একাট র‌্যালি বের হয়ে শহর প্রদক্ষিন শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভার অনুষ্ঠিত হয়।
​জেলা পরিসংখ্যান কার্যালয়, নড়াইলের আয়োজনে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন নড়াইলের জেলা প্রশাসক জনাব শারমিন আক্তার জাহান।
​সভাপতি তার বক্তব্যে সঠিক ও নির্ভরযোগ্য পরিসংখ্যানের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, দেশের টেকসই উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে মানসম্মত পরিসংখ্যানের কোনো বিকল্প নেই। নড়াইল জেলাকে এগিয়ে নিতে সবক্ষেত্রে নির্ভুল পরিসংখ্যানের সঠিক ব্যবহার নিশ্চিত করার উপরও তিনি গুরুত্বারোপ করেন।
এ সময় আরো বক্তব্য দেন স্থানীয় সরকারের উপ-পরিচালক জুলিয়া সুকায়না,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্ক) লিংকন বিশ্বাস,সমাজসেবার উপ-পরিচালক মিজানুর রহমান, পরিসংখ্যান অফিসের উপ-পরিচালক(ভারপ্রাপ্ত) ঊবর্সী গোস্বামী,কাজী মেজবাহ উদ্দিন প্রমুখ।
​আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের অর্থনীতি, সামাজিক অগ্রগতি এবং মানবসম্পদের উন্নয়নে পরিসংখ্যান একটি অপরিহার্য উপাদান। আধুনিক প্রযুক্তির সাহায্যে সঠিক তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ করে সেগুলোকে জনকল্যাণে ব্যবহার করার জন্য সংশ্লিষ্ট সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
​সভায় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, জেলা পরিসংখ্যান কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের প্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা বিশ্ব পরিসংখ্যান দিবস ও জাতীয় পরিসংখ্যান দিবসের তাৎপর্য তুলে ধরেন এবং এর মূল লক্ষ্য অর্জনে সকলকে সহযোগিতা করার জন্য অনুরোধ জানান।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন