হোম খুলনানড়াইল নড়াইলে শ্রমিক ইউনিয়নের সাংগঠনিকের মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

নড়াইলে শ্রমিক ইউনিয়নের সাংগঠনিকের মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

কর্তৃক Editor
০ মন্তব্য 57 ভিউজ

মোস্তফা কামাল:

নড়াইল জেলা বাস, মিনিবাস,কোচ, মাইক্রো বাস শ্রমিক ইউনিয়নের বারবার নির্বাচিত সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান বিশ্বাস এর নামে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা, গ্রেপ্তার, হয়রানীর প্রতিবাদ নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল সাড়ে ১০ টায় নড়াইল জেলা বাস, মিনিবাস,কোচ, মাইক্রো বাস শ্রমিক ইউনিয়নের আয়োজনে আদালত সড়কে কর্মসূচি পালিত হয়। 

মানববন্ধন চলাকালে  বক্তব্য দেন জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক(ভারপ্রাপ্ত) মকতুল হোসেন, সাবেক যুগ্মসম্পাদক মিজানুর রহমান মিন্টু, কোষাধ্যক্ষ মাহাবুবুর রহমান, জেলা ছাত্রদলের সভাপতি ফরিদ বিশ্বাস প্রমূখ।

মানববন্দন চলাকালে বক্তারা বলেন, গত ১২ এপ্রিল সকালে পরিবহন শ্রমিক আশরাফুল ইসলাম মুসা(৪০)কে হত্যাকাণ্ডের শিকার হন।এ ঘটনার প্রতিবাদে ওইদিন বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এতে নেতৃত্ব দেন শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান বিশ্বাস । এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে গ্রেপ্তারকৃত মুল অভিযুক্ত ইয়ার আলী বিশ্বাস পুলিশের কাছে ষড়যন্ত্র মূলকভাবে কামরুজ্জামানের নাম বলে। আর পুলিশ তাকে গ্রেপ্তার করে আদালতে প্রেরন করেন।

বক্তারা, হয়রানী মূলক মিথ্যা মামলা থেকে অবিলম্বে কামরুজ্জামান বিশ্বাসকে মিথ্যা হয়রানী মূলক মামলা থেকে অব্যহতি দেয়ার দাবি জানান।মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।এসময় বিভিন্ন শ্রেনীপেশার মানুষ উপস্থিত ছিলেন। 

সম্পর্কিত পোস্ট

মতামত দিন