নড়াইল প্রতিনিধিঃ
আসন্ন শারদীয় দূর্গোৎসব নির্বিঘœ করতে নড়াইলে সর্বস্থরের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা পুজা উদযাপন পরিষদ ও পূজা উদযাপন ফ্রন্টের আয়োজনে নড়াইল কালিবাড়ি মন্দিরে এ সভা অনুষ্ঠিত হয়। পূজা উদযাপন ফ্রন্টের নেতা কল্যান মূখার্জীর সভাপত্বিতে বক্তব্য দেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান,পুলিশ সুপার মো.রবিউল ইসলাম,জেলা বি এনপি সাধারন সম্পাদক মো.মনিরুল ইসলাম,জেলা জামায়াতের আমীর এড.আতাউর রহমান বাচ্চু,নজরুল গবেষক এইচ এম সিরাজ,অধ্যক্ষ সুরেশ সাহা আনন্দ,জেলা পূজা উদযাপন কমিটির নেতা অশোক কুমার কুন্ডু প্রমুখ। এ সময় বিভিন্ন পর্যায়ের জন সাধালন সহ ২ শতাধিক পুজারী উপস্থিত ছিলেন।
জেলায় এবছর মোট ৫’শ ২৪টি মন্ডবে দূর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। এসকল মন্দিরে সার্বিক নিরাপত্তা ও সুষ্ঠু ব্যবস্থাপনার মধ্যে পূজা উদযাপন বিষয়ে আলোচনা হয়।