হোম খুলনানড়াইল নড়াইলে মাদক মামলায় তিন ব্যক্তির যাবজ্জীবন

নড়াইলে মাদক মামলায় তিন ব্যক্তির যাবজ্জীবন

কর্তৃক Editor
০ মন্তব্য 38 ভিউজ

নড়াইল প্রতিনিধিঃ

নড়াইলে মাদক মামলায় তিনজনকে যাবজ্জীবন করাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।

নড়াইল জেলা দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এডিঃ পিপি) এডভোকেট আজিজুল ইসলাম তথ্য নিশ্চিত করেছেন।

সোমবার (১৮ আগষ্ট) দুপুরের পর নড়াইলের অতিরিক্ত জেলা দায়রা জজ আদালতের বিচারক এলিনা আাক্তার দণ্ডাদেশ দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, পাবনা সদরের কৃষ্ণপুর গ্রামের মৃত জাফর আলীর ছেলে জয়নাল হোসেন, খুদায়েরপুর গ্রামের আমিরুল ইসলামের ছেলে রনি ইসলাম এবং পাবনা আটঘড়িয়া উপজেলার শ্রীকান্তপুর গ্রামের মৃত আইনুদ্দিনের ছেলে আলিম খান। তবে সাজাপ্রাপ্তদের মধ্যে জয়নাল হোসেন আদালতে উপস্থিত থাকলেও বাকি দুইজন রনি এবং আলিম পলাতক রয়েছেন।

আলাদত মামলার এজাহার সূত্রে জানা গেছে, বিগত ২০১৪ সালের ১৪ নভেম্বর একটি প্রাইভেট গাড়ী তে  ১৪৭ বোতল ফেন্সিডিলসহ আসামীরা নড়াইল সদর উপজেলার সীতারামপুর এলাকা থেকে গোয়েন্দা (ডিবি) পুলিশের হাতে আটক হন। পরে পুলিশের করা মামলায় কারাভোগের এক পর্যায়ে রনি ইসলাম এবং আলিম খান জামিনে মুক্ত হয়ে পালিয়ে যায়। দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় মোট জন সাক্ষীর স্বাক্ষ্য গ্রহণ শেষে আসামীদের বিরুদ্ধে আনিত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণ হওয়ায় রায়ের ধার্যদিন সোমবার দুপুরে আসামীদের যাবজ্জীবন কারাদণ্ড জরিমানার আদেশ দেন আদালত।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন