নড়াইল প্রতিনিধি:
নড়াইলে ২৫ মার্চ গণহত্যা দিবস পালন এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ১১ মাচ দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নড়াইলের জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান। এ সময়ের উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক জুলিয়া সুকায়না, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক লিংকন বিশ্বাস,নড়াইল প্রেসক্লাবের সভাপতি এড,আব্দুল হক,সদস্য সচিব মাহবুবুর রশিদ লাবলুসহ জেলার বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকতা, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দবৃন্দ। এ উপলক্ষে শিক্ষার্থীদের অংশগ্রহণের কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শনী , বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান , শহীদদের স্মরনে নড়াইলের মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ, সকল শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে যথাযথ মর্যাদায় দিবস দুটি পালনের সিদ্ধান্ত হয়।