হোম খুলনানড়াইল নড়াইলে বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে শুরু হলো টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন

নড়াইলে বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে শুরু হলো টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন

কর্তৃক Editor
০ মন্তব্য 42 ভিউজ

​নড়াইল প্রতিনিধি:

​নড়াইলে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে শুরু হয়েছে ‘টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন। রবিবার (১২ অক্টোবর) সকালে নড়াইল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এই ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান, সিভিল সার্ন আব্দুর রশিদ ,স্থানীয় সরকারের উপ-পরিচালক জুলিযা সুকায়রা সহ সংশ্লিষ্টরা। সিভিল সার্জন অফিস, নড়াইলের আয়োজনে এই টিকাদান কর্মসূচি পরিচালিত হচ্ছে।

​টাইফয়েড জ্বর প্রতিরোধে ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী শিশুদের বিনামূল্যে এই টিকা দেওয়া হচ্ছে। সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, জেলার তিন উপজেলায় মোট ২ লাখ ১৩ হাজারের বেশি শিশুকে এই টিকাদান কর্মসূচির আওতায় আনা হবে।

উদ্বোধনের সময় বক্তারা টাইফয়েড জ্বরের ভয়াবহতা ও টিকা গ্রহণের গুরুত্ব তুলে ধরেন। তাঁরা বলেন, এই টিকা শিশুদের টাইফয়েড সংক্রমণ ও মৃত্যুহার কমাতে অত্যন্ত কার্যকরী ভূমিকা রাখবে।

​কর্মসূচি অনুযায়ী, প্রথম ১০ দিন স্কুল ও মাদ্রাসায় গিয়ে শিক্ষার্থীদের টিকা দেওয়া হবে। এরপরের ৮ দিন স্কুলের বাইরে থাকা বা স্কুলে অনুপস্থিত শিশুদের নির্দিষ্ট টিকাদান কেন্দ্রে টিকা প্রদান করা হবে।

​সিভিল সার্জন অফিস, নড়াইল-এর পক্ষ থেকে জেলার সকল অভিভাবককে নির্ধারিত সময়ে নিজ নিজ শিশুকে টিকা প্রদানের জন্য টিকাদান কেন্দ্রে নিয়ে আসার আহ্বান জানানো হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদিত এই টিকাটি নিরাপদ এবং কার্যকার।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন