হোম খুলনানড়াইল নড়াইলে প্রতারণা করে জমি লিখে নেয়ায় বৃদ্ধ কমল পাল এখন পাগলপ্রায়

নড়াইলে প্রতারণা করে জমি লিখে নেয়ায় বৃদ্ধ কমল পাল এখন পাগলপ্রায়

কর্তৃক Editor
০ মন্তব্য 62 ভিউজ

নড়াইল প্রতিনিধি:
নড়াইল সদর উপজেলার গুয়াখোলা গ্রামের বাসিন্দা কমল চন্দ্র পালের (৭০) এক একর ১০শতক জমি প্রতারণা করে লিখে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। বৃদ্ধ কমল পাল শেষ সম্বল জমি হারিয়ে এখন পাগলপ্রায়।বৃদ্ধের সঙ্গে প্রতারণাপূর্বক জমি লিখে নেয়ার ঘটনায় স্বজনসহ এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভের সঞ্চার হয়েছে।

অভিযোগে জানা যায়,নড়াইল সদর উপজেলার শেখহাটি ইউনিয়নের আফরা মৌজার ৪২১৬, ৪২১৯, ৪২২০, ৪২২১, ৪২২৩, ৩৮৭১ ও ৫১৯১ নং দাগে মোট এক একর ১০ শতক জমির মালিক কমল চন্দ্র পাল। হাতিয়াড়া গ্রামের বিলাস গোস্বামী (৩৬) এবং বাকড়ি গ্রামের নিরব বৈরাগী (৩৫) যোগসাজশে জমির লোভে নি:সন্তান প্রতিবন্ধী কমল পালের সঙ্গে সখ্যতা গড়ে তোলেন। বৃদ্ধ নি:সন্তান কমলকে ভূল বুঝিয়ে ও স্বজনদের আড়াল রেখে এক একর ১০শতক জমি বিলাশ ও নিরব গত ০১.০৬.২০২৫ তারিখে প্রতারণা করে তাদের নামে পাওয়ার অব অ্যাটর্নী করে নেন। পরবর্তীতে ওই জমি বিলাশ তার নিজের স্ত্রী পিয়া গোলদার এবং নিরব তার নিজের স্ত্রী সিথি সরকারের নামে কবলা দলিল করে দেন। কমল পাল বিষয়টি টের পেয়ে জমি ফিরে পেতে স্বজনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিদের জানান। বিষয়টি জানাজানি হলে বিলাশ ও নিরব জমির মালিক কমল পালকে ওই জমি পূনরায় লিখে দেয়ার প্রতিশ্রুতি দেন। গত ২৭জুলাই কমল পালকে ওই জমি রেজিস্ট্রি করে দেয়ার কথা থাকলেও ২৬ জুলাই বিলাশ ও নিরব তাদের স্ত্রী ও সন্তানদের নিয়ে বাড়ি ছেড়ে অন্যত্র গা ঢাকা দিয়েছেন।

কমল পাল জানান, শারীরিক প্রতিবন্ধী হওয়ায় আমার সঙ্গে প্রতারণা করে বিলাস ও নিরব ১একর ১০শতক জমি লিখে নিয়েছে। আমি আমার জমি ফেরত চাই।

স্থানীয় বাসিন্দা বকুল পাল, রুপচাঁদ পাল, অসীম বিশ্বাস ও রেনুকা বিশ্বাস জানান,কমল চন্দ্র পালের কোন সন্তান না থাকায় অসহায়ত্বের সুযোগ নিয়ে বিলাশ ও নিরব প্রতারণাপূর্বক তার শেষ সম্বল জমি লিখে নিয়েছে।আমরা ওই দুই প্রতারকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

শেখহাটি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সরদার ওলিয়ার রহমান বলেন,এলাকার গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে বিলাশ ও নিরব জমির মূল মালিক কমল পালকে জমি ফেরত দিতে রাজি হওয়ার পর গা ঢাকা দিয়েছেন। আশাকরছি তারা জমির প্রকৃত মালিক বৃদ্ধ প্রতিবন্ধীকে জমি ফেরত দিবেন।গত এক সপ্তাহ বিলাস ও নিরব গা ঢাকা দেয়ায় তাদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন