হোম খুলনানড়াইল নড়াইলে পরিবার পরিকল্পনায় চাকরিরত তৃতীয় শ্রেণীর কর্মচারীদের কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন 

নড়াইলে পরিবার পরিকল্পনায় চাকরিরত তৃতীয় শ্রেণীর কর্মচারীদের কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন 

কর্তৃক Editor
০ মন্তব্য 53 ভিউজ

নড়াইল প্রতিনিধিঃ

নড়াইলের লোহাগড়া উপজেলায় নিয়োগবিধির দাবিতে কর্মবিরতি অবস্থান কর্মসূচি পালন করছেন পরিবার কল্যাণ পরিদর্শিকা পরিবার কল্যাণ সহকারী এবং পরিবার কল্যাণ পরিদর্শক  এর কর্মচারীরা। 

মঙ্গলবার ( ডিসেম্বর) সকাল থেকে লোহাগড়া উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সামনে কর্মবিরতি অবস্থান কর্মসূচি পালন করেন তারা।

এসময় লোহাগড়া উপজেলা পরিবার কল্যাণ কার্যালয়ের শাহানা আফরোজ বলেন, আমরা তৃতীয় শ্রেণীর কর্মচারী হয়েও বেতন পাই চতুর্থ শ্রেণীর। পরিবার পরিকল্পনা বিভাগের মূল চালিকা শক্তি আমরা। আমরা সাড়ে ২৩ হাজার পরিবার কল্যাণ সহকারী, সাড়ে হাজার পরিবার কল্যাণ পরিদর্শক, হাজার পরিবার পরিকল্যাণ পরিদর্শিকা সবাই একসাথে কাজ করি। জন্ম নিয়ন্ত্রণ, জন্ম মৃত্যু, শিশু মৃত্যু রোধ নিয়ে আমরা প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে সেবা দি। আমরা একটা পরিবারকে সুন্দর করে রাখার জন্য একটা বাচ্চা জন্মের পর তার নিবন্ধন, গর্ভবতী সেবা নিশ্চিত, হাসপাতালে পাঠানোর জন্য উৎসাহিত, বাড়ি থেকে ডেলিভারিসহ ইপিআই তে সহযোগিতা করি।

তিনি আরো বলেন, আমরা করোনার ভ্যাকসিন, জরায়ু মুখ ক্যান্সার ভ্যাকসিন দিয়েছি, এর আগে পোলিও মুক্ত করেছি, এক কথায় আমরা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমরা সমস্ত সেবা দিয়ে থাকি। আমরা ট্যাবে কাজ করি আমাদের সমস্ত রিপোর্ট অনলাইনে যায়। কিন্তু আমরা তৃতীয় শ্রেণিতে যোগদান করেও ১৫ সালের পরে চতুর্থ শ্রেণীতে ১৭তম গ্রেডে বেতন পাই, আমাদের মূল কথা হচ্ছে আমাদের নিয়োগ বিধি নেই, কোন পদোন্নতি নেই, বিভিন্ন দপ্তরে ঘুরেও ২৬ বছরে কোন নিয়োগ বিধি নেই। যতদিন নিয়োগবিধি না হবে ততদিন আমরা কর্মবিরতি ওনঅবস্থান কর্মসূচি পালন করে যাব।

নলদী ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্রের ইতি নাগ বলেন, আজকে আমরা এখানে দাড়াইছি আমাদের একটাই দাবি নিয়োগ বিধি। সবাই কাজ করি কিন্তু কোন মূল্যায়ন নাই। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সকল কাজ আমরা করি কিন্তু আমাদের কোন মূল্যায়ন নেই। ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্রের যারা আছি সারাদেশে আমরাই একমাত্র যারা ২৪ ঘন্টা সেবা দিয়ে থাকি। আমাদের কোন মূল্যায়ন নাই। আমাদের সিলেকশন গ্রেড নাই নিয়োগবিধির কোন পরিবর্তন নাই। এখন আমরা মাঠে নেমেছি আমরা আমাদের দাবি না মানা পর্যন্ত আর ঘরে ফিরবো না।

কাশিপুর ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক মশিউর রহমান বলেনআমাদের সকল  যোগ্যতা থাকা সত্ত্বেও আমরা কোন পদোন্নতি পাচ্ছিনা। যার ফলে আমাদের সামাজিক মর্যাদা ক্ষুন্ন হচ্ছে, আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি। সেজন্য আমাদের কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক কর্মবিরতি অবস্থান কর্মসূচি দিয়েছে সেটা পালন করছি। নিয়োগ বিধি না হওয়া পর্যন্ত আমাদের লাগাতার কর্মবিরতি অবস্থান কর্মসূচি চলতে থাকবে। তিনি সরকারের কাছে আহ্বান জানান অনতিবিলম্বে নিয়োগবিধি দ্রুত করে দেয়ার জন্য।

এদিন কর্মবিরতি অবস্থান কর্মসূচিতে লোহাগড়া উপজেলায় কর্মরত পরিবার কল্যাণ পরিদর্শিকা   কল্যাণ সহকারী এবং পরিবার কল্যাণ পরিদর্শক গন উপস্থিত ছিলেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন