নড়াইল প্রতিনিধি:
জুলাই –আগস্ট “মার্চ ফর জাস্টিস’ কর্মসূচির অংশ হিসেবে নড়াইলে পদযাত্রা ও সমাবেশ করেছে জাতীয়তাবাদী আইনজীবি ফোরাম । ৪ জুলাই সোমবার দুপুরে নড়াইল জজ কোর্ট অঙ্গনে এই কর্মসুচি পালিত হয়। আইনজীবি সমিতির ভবনের সামনে থেকে শুরু হয়ে পদযাত্রাটি জেলা প্রশাসকের কার্যালয় প্রদক্ষিন করে পুনরায় জজ কোর্ট চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। নড়াইল জেলা জাতীয়তাবাদী আইনজীবি ফোরামের সভাপতি আজিজুল ইসলামে সভাপতিত্বে এ সময় বক্তব্য দেন জেলা জজ কোর্টের জিপি এড,গোলাম মোহাম্মাদ,পাবলিক প্রসিকিউটর (পিপি)এস এম আব্দুল হক,জেলা বিএপির সাধারণ সম্পাদক আলহাজ মনিরুল ইসলাম,জেলা আইনজীবি সমিতির সভাপতি তারিকুজ্জামান লিটু, সাবেক সভাপতি ইকবাল হোসেন শিকদার প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন জাতীয়তাবাদী আইনজীবি ফোরামের সাধারণ সম্পাদক মাহবুব মোর্শেদ জাফল,
এই সমাবেশে বক্তারা বলেন স্বৈরাচার ফ্যাসিস্ট আওয়ামী সরকার বিগত দিনে এই আদালতকে ব্যবহার করে রাতের ভোটের এমপিদের বৈধতা দিয়েছে। অনেক মজলুম নেতাদেরকে ফাঁসির কাষ্ঠে ঝুলিয়েছে। ফ্যাসিস্ট আওয়ামী সরকার বিচার বিভাগকে হস্তক্ষেপ করে বিএনপির লাখ লাখ নেতাকর্মীকে জেলে পাঠিয়ছে। হাজার হাজার নেতাকর্মীকে অন্যায়ভাবে সাজা দিয়েছে। অনেকে এখনো ধরাছোয়ার বাইবে রয়েছে তাদের আইনের আওতায় এনে শাস্তির দাবী জানান।
