হোম খুলনানড়াইল নড়াইলে নিখোঁজের ৬ দিন পর কিশোরী উদ্ধার

নড়াইলে নিখোঁজের ৬ দিন পর কিশোরী উদ্ধার

কর্তৃক Editor
০ মন্তব্য 81 ভিউজ

নড়াইল প্রতিনিধি:
নড়াইলের লোহাগড়া উপজেলার দহরপাড়া গ্রাম থেকে নিখোঁজ হওয়ার ছয় দিন পর এক কিশোরীকে উদ্ধার করা হয়েছে। গত ১২ অক্টোবর দহরপাড়া গ্রামের এক কিশোরী( ১৩) নিখোঁজ হয়। নিখোাঁজ হওয়া ওই কিশোরী কে শুক্রবার ১৭ অক্টোবর লোহাগড়া থানা পুলিশ উদ্ধার করে। তার সুচিকিৎসার জন্য নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে পরিবারের অভিযোগ তাদের মেয়ের প্রতি শারিরিক ও মানষিক নির্যাতন করা হয়েছে।
জানা যায়, গত ১২ অক্টোবর লোহাগড়া উপজেলার লাহুড়িয়া ইউনিয়নের দহরপাড়া গ্রামের মঞ্জুর খার মেয়ে লাহুড়িয়া সৈয়দ পাড়া আলিয়া মাদ্রাসার ষষ্ঠ শ্রেণির ছাত্রী । ঐ দিন তার মাদ্রাসায় টাইফয়েড টিকা দেয়ার দিন ছিল এবং প্রতিদিনের মত সেদিনও সে বাড়ি থেকে প্রস্তুতি নিয়ে বেরিয়ে যায়। কিন্ত সময়মত মেয়ে বাড়ি ফিরে না আসায় তারা বিভিন্ন আতœীয় স্বজনের বাড়িতে খোজ খবর নিতে ব্যস্ত হয়ে পড়েন। দিন পার হয়ে যাওয়ার পরের দিন ১৩ অক্টোবর তারা লাহুড়িয়া পুলিশ ফাঁড়িতে যায় এবং মেয়ের কাছে থাকা মোবাইল ফোন (০১৯২৮-৪৬৬৪৯৪) ফাঁড়ির অফিসারকে দেয়। উল্লেখ্য ভুক্তভোগির মেয়ে উক্ত নাম্বারে টাকা রিচার্জ করবে বলে তার বাড়ি থেকে ফোনটি নিয়ে য়ায়।কিশোরীর কাছে থাকা ফোন নাম্বার ট্রাকিং করলে অফিসার কয়েকজনে মধ্যে (তালেব)এর নাম বললে ভুক্তভোগী পরিবার তাকে চেনে এবং সন্দেহ করে । তবে, নিখোঁজের পর থেকে উদ্ধার হওয়া পর্যন্ত পুলিশের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ এনেছেন ভুক্তভোগী পরিবার।
এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় একটি সাধারণ ডায়েরি করেন যার নং-৬৮১,তারিখ- ১৫/১০/২০২৫, তবে নিখোঁজ কিশোরীর সন্ধানে পুলিশের তৎপরতা ছিল অত্যন্ত ধীরগতি। মুঞ্জুর খাঁন অভিযোগ করে বলেন, “আমরা নিখোঁজ হওয়ার পরপরই সন্দেহভাজন কয়েকজনের নাম ও তারা কোথায় থাকতে পারে, সে বিষয়ে পুলিশকে জানিয়েছিলাম। কিন্তু পুলিশ আমাদের কথায় কোনো গ্ররুত্ব দেয়নি তারা শুধু জিডি নিয়ে বসে ছিল। অন্যদিকে,লাহূড়িয়া পুলিশ ফাঁড়ির তদন্ত অফিসার এস আই সুব্রতকে ফোন করে এবিষয়ে জানতে চাইলে তিনি বলেন মেয়েটিকে আলামুন্সির মোড় থেকে পারভীনের বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে এবং তার চিকিৎসার জন্য নড়াইল সদর হাসপাতালে প্রেরন করা হয়েছে । তিনি বলেন ডাক্তরি পরীক্ষা দেয়া হয়েছে রিপোর্ট আসলে তার উপর ভিত্তি করে থানায় মামলা হবে। পুলিশের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ ভিত্তিহীন বলেও দাবি করেন তিনি।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন