হোম খুলনানড়াইল নড়াইলে ‘তারুণ্যের উৎসব-২০২৫’ আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

নড়াইলে ‘তারুণ্যের উৎসব-২০২৫’ আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

কর্তৃক Editor
০ মন্তব্য 46 ভিউজ

​নড়াইল প্রতিনিধি: ‘

দেশ বদলাও পুরাতন বদলাও’ এই স্লোগানকে সামনে রেখে ক্রীড়া পরিদপ্তর, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে জেলা পর্যায়ে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট এর উদ্বোধন করা হয়েছে। ২৪ নভেম্বর সোমবার সকাল ১০টায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্টেডিয়াম খেলার মাঠে বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এ টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়। টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. মোহাম্মাদ আব্দুল ছালাম।উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ড. মোহাম্মাদ আব্দুল ছালাম বলেন,ফুটবল একটি অত্যন্ত জনপ্রিয় খেলা, যা তরুণদের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি করে। ‘তারুণ্যের উৎসব-২০২৫’ উদযাপনের অংশ হিসেবে আয়োজিত এই আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট তরুণ সমাজকে কেবল খেলাধুলায় উৎসাহিত করবে না, বরং তাদের শারীরিক ও মানসিক বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”তিনি আরও বলেন,”খেলাধুলা তরুণদেরকে মাদক ও অন্যান্য ক্ষতিকর অভ্যাস থেকে দূরে রাখে এবং দলবদ্ধভাবে কাজ করার মনোভাব গড়ে তোলে। ‘দেশ বদলাও পুরাতন বদলাও’ স্লোগানকে সামনে রেখে আমরা আশা করি, আমাদের তরুণরা খেলাধুলায় মনোনিবেশ করে দেশ গঠনে নিজেদের প্রস্তুত করবে।”অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লিংকন বিশ্বাস,অতিরিক্ত পুলিশ সুপার রকিবুল ইসলামজেলা ক্রীড়া অফিসার মো. মাহবুবুর রহমান প্রমুখ।

​’তারুণ্যের উৎসব-২০২৫’ উদযাপনের অংশ হিসেবে আয়োজিত এই টুর্নামেন্টের সমাপনী হবে আগামী ২৭ নভেম্বর তারিখ।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন